
নারী বিশ্বকাপে আরও একবার জয়ের কাছাকাছি গিয়ে হারল ভারত। এবার ইংল্যান্ডের কাছে জিততে জিততে হেরে গেছে হারমানপ্রীত করের দল। শেষ মুহুর্তের নাটকীয়তায় স্বাগতিকদের ৪ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ইংলিশরা। অন্যদিকে ভারত চলতি আসরে টানা তৃতীয় হারের মুখ দেখল।
রোববার (১৯ অক্টোবর) নারী বিশ্বকাপের ২০তম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রানের বেশি তুলতে পারেনি ভারত।
ইংল্যান্ডের এই নাটকীয় জয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছে হেদার নাইট। ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন তিনি। ৯১ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।
ইংলিশদের পক্ষে ফিফটি হাকিয়েছিলেন অ্যামি জোনস। ৬৮ বলে ৫৫ রান করেন এই ওপেনার। এছাড়া অধিনায়ক ন্যাট সি-ব্রান্ট ৪৯ বলে ৩৮, ট্যামি বিয়াউমন্ট ৪৩ বলে ২২ এবং চার্লি ডিন ১৩ বলে ১৯ রান করেন।
অন্যদিকে ভারতে পক্ষে ব্যাট হাতে ১২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন স্মৃতি মান্ধানা। ৯৪ বলে ৮ চারের মারে ৮৮ রান করেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ বলে ৭০ রান আসে অধিনায়ক হারমানপ্রীতের ব্যাট থেকে। এছাড়া দীপ্তি শর্মা ৫৭ বলে ৫০, হার্লিন দিওল ৩১ বলে ২৪ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে বল হাতে ২টি উইকেট নেন ন্যাট সিভার-ব্রান্ট। এছাড়া একটি করে উইকেট নেন চার বোলার। অন্যদিকে ভারতের পক্ষে দীপ্তি ৪টি এবং নাল্লাপুরেড্ডি চারানি ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ২৮৮/৮ (৫০ ওভার)
ভারত : ২৮৪/৬ (৫০ ওভার)
ফলাফল : ইংল্যান্ড ৪ রানে জয়ী
এই জয়ে তৃতীয় দল হিসেবে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর আগে সেমিফাইনালের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/বিটি
