
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চলছে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট। পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড চতুর্থ ম্যাচও দাপট দেখাচ্ছে। শুরুতে ভারতের ব্যাটারদের অল্পতে আটকে দিয়ে এবার ব্যাটিংয়ে বড় লিডের পথে স্বাগতিকরা।
ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৩৫৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে জো রুটের সেঞ্চুরিতে ৬ উইকেট হাতে রেখেই ভারতের রান টপকে যায় স্বাগতিকরা। এবার বড় লিডের পথে এগোচ্ছে বেন স্টোকসের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ, ১০২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৩৩ রান। এতে লিড দাড়িয়েছে ৭৫ রান। রুট ১২১ রান এবং স্টোকস ৩৬ রান নিয়ে উইকেটে আছেন।
গতকাল (বৃহস্পতিবার) ম্যাচের দ্বিতীয় দিন ভারতের ৩৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। বেন ডাকেট ও জ্যাক ক্রলি মিলে উদ্বোধনী জুটিতেই যোগ করেন ১৬৬ রান। জাদেজার শিকার হয়ে ১১৩ বলে ১৩ চার ও ১ ছক্কার মারে ৮৪ রান করে ফেরেন ক্রলি।
আরও পড়ুন:
» ২০২৫ সালে বাংলাদেশের হয়ে কোনো টি-টোয়েন্টি হারেননি মুস্তাফিজ
» লিটনদের কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে পাকিস্তান, ফিরলেন শাহীন
অবশ্য ক্রলি ফিরে যাওয়ার পর ডাকেটও আর বেশিক্ষণ টিকতে পারেননি। দুর্দান্ত খেলতে থাকা এই ওপেনার মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ১০০ বলে ১৩ চারের মারে ৯৪ রান করে ফেরেন এই তারকা। দুই ওপেনার ফিরে যাওয়ার পর অলি পোপ ও জো রুট ২৮ রানের অপরাজিত জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন।
আজ (শুক্রবার) তৃতীয় দিনের খেলা শুরু করেন রুট ও পোপ। তৃতীয় উইকেটে জুটিতে আজ আরো ১১৬ রান যোগ করেন তারা। ৩৪১ রানে মাথায় ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে ফেরেন পোপ। ১২৮ বলে ৭১ রানের ইনিংস খেলে ফেরেন এই ব্যাটার। এরপর অবশ্য হ্যারি ব্রুক এসে সুবিধা করতে পারেনি ১২ বলে ৩ রানের ইনিংস খেলে সুন্দরের শিকার হয়ে ফেরেন সময়ের সেরা এই টেস্ট ব্যাটার।
এরপর স্টোকসকে নিয়ে ভারতের রান টপকে দলকে লিড এনে দেন রুট। একইসঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি তুলে নেন এই তারকা ব্যাটার। তৃতীয় দিনের প্রথম দুই সেশন শেষে চা বিরতিতে যাওয়ার আগে স্টোকসের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েছেন রুট। এই জুটিতে বড় লিডের পথে স্বাগতিকরা।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/বিটি
