Connect with us
ক্রিকেট

সিরাজের ভুলের পর ব্রুক-রুটের সেঞ্চুরিতে ইতিহাস গড়ার পথে ইংল্যান্ড

India vs England_Oval Test
হ্যারি ব্রুক ও জো রুটের সেঞ্চুরিতে সিরিজ জয়ের পথে ইংল্যান্ড। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ড্রয়ের জন্য ওভালে সিরিজ নির্ধারণী শেষ টেস্টে জয়ের বিকল্প ছিল না ভারতের। ওভাল টেস্টের চতুর্থ দিনের শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতেই। তবে সিরাজের এক ভুলেরই যেন খেসারত দিলত ভারত! টেস্টের চতুর্থ ইনিংসে সাড়ে তিনশর বেশি রান তাড়া করতে নেমে ইতিহাস গড়ে জয়ের পথে ইংলিশরা।

রোববার (৩ আগস্ট) ওভাল টেস্টে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা আগেভাগেই শেষ হওয়ার আগ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলেছে ইংল্যান্ড। জয়ের জন্য স্বাগতিকদের আর প্রয়োজন ৩৫ রান। ২ রানে ক্রিজে আছেন জেমি স্মিথ এবং অপরপ্রান্তে থাকা জেমি অভার্টন ৮ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি।

ওভাল টেস্টে জয় পেলে টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে একই সিরিজে দুইবার ৩০০ বা তার বেশি রান টপকে জয়ের রেকর্ড গড়তে পারবে ইংল্যান্ড। এর আগে লিডসে প্রথম টেস্টে ৩৭১ রান টপকে ৫ উইকেটে জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা।



এদিন সাড়ে তিনশর বেশি রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষদিকে দলীয় ৫০ রানে ফিরে যান ওপেনার জ্যাক ক্রলি (১৪)। এরপর চতুর্থ দিনেও শুরুটা ভালোই করেছিল সফরকারীরা। দলীয় ৮২ রানে বেন ডাকেট (৫৪) ও ১০৬ রানের মাথায় ওলি পোপের (২৭) উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত।

এরপর হ্যারি ব্রুক ও জো রুট মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ১৯ রানেই থামার কথা ছিল হ্যারি ব্রুকের। সিরাজের এক ভুলে জীবন পান তিনি। বাউন্ডারি লাইনে ব্রুকের ক্যাচটি দারুণভাবেই লুফে নিয়েছিলেন সিরাজ। তবে ক্যাচ নেওয়ার পর শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারেননি তিনি। এরপর তার ডান পা স্পর্শ করে বাউন্ডারি লাইনে। আর তাতেই বেচে যান ব্রুক। আর সেখানেই যেন ভারত ম্যাচের নিয়ন্ত্রণ হারায়।

জীবন পাওয়ার পর দ্বিতীয় সুযোগটা দারুণভাবে কাজে লাগান ব্রুক। রুটের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান এবং জয়ের পথ তৈরি করেন। দলীয় ৩০১ রানের মাথায় ব্রুককে ফিরিয়ে ১৯৫ রানের জুটি ভাঙেন আকাশ দীপ। ৯৮ বলে ১৪ চার ও ২ ছক্কার মারের ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন বিশ্বে এক নম্বরে থাকা এই টেস্ট ব্যাটার।

ব্রুক ফেরার পর সেঞ্চুরি তুলে নেন রুটও । তবে দ্রুত আরো দুটি উইকেট তুলে নিয়ে নিয়ে শেষদিকে জয়ের জয়ের স্বপ্ন দেখছে ভারতও। ব্রুক ফেরার পর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা জ্যাকব বেথেল। ৩১ বল খেলে ৫ রান করে ফেরেন তিনি। এরপর রুটও প্যাভিলিয়নের পথ ধরেন। প্রসিদ্ধ কৃষ্ণাকে উইকেট দেওয়ার আগে ১৫২ বলে ১০৫ রান করেন এই ব্যাটার।

তিনশ পেরোনোর পর দ্রুত ৩টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। রুট ফেরার পর স্বাগতিকদের চেপে ধরেছে ভারতীয় বোলাররা। শেষ ২০ বলে কেবল ২ রান তুলতে পেরেছে স্মিথ ও অভার্টন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ৩টি এবং মোহাম্মদ সিরাজ ২টি উইকেট নিয়েছেন। এছাড়া আকশ দীপ শিকার করেছেন ১ উইকেট।

আগামীকাল পঞ্চম দিন ৩৫ রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড। অন্যদিকে ভারতের লক্ষ্য থাকবে দ্রুত চারটি উইকেট তুলে নেওয়া।

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট