Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে শেষ টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড

Ben Stokes
ওভাল টেস্ট থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। ছবি- গেটি ইমেজেস

ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলমান অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির চার টেস্ট শেষেও সিরিজ জয় নিশ্চিত করতে পারেনি কোনো দল। চার টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংলিশরা। বাকি একটি টেস্ট ড্র হয়েছে। তাই ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের দিকে তাকিয়ে আছে দুই দল। এই টেস্টে ড্র করতে পারলেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। তবে সিরিজ হার এড়াতে সফরকারী ভারতের জয়ের বিকল্প নেই।

ওভালে গুরুত্বপূর্ণ এই টেস্ট শুরুর আগে ছিটকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ইনজুরির কারণে শেষ টেস্টে খেলতে পারবেন না এই অলরাউন্ডার। বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকসের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন ওলি পোপ।

ওভাল টেস্ট শুরুর একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। শেষ টেস্টের একাদশে স্টোকসহ মোট চারটি পরিবর্তন এসেছে। এছাড়া চতুর্থ টেস্টের দল থেকে বাদ পড়েছেন লিয়াম ডসন, ব্রাইডন কার্স ও জোফরা আর্চার। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন ও জশ টাং।

আরও পড়ুন:

» আইসিসির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ, মুস্তাফিজ-জাকেররা কে কোথায়?

» তামিমের মাঠে ফেরা নিয়ে যা জানা গেল 

অবশ্য স্টোকসের না থাকাটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। পুরো সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তিনি। ব্যাটে-বলে তা পারফরম্যান্স ছিল দুর্দান্ত। চার টেস্টে ৭ ইনিংস খেলে ৩০৪ রান করেছেন তিনি। যেখানে একটি সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে বল হাতে ৮ ইনিংসে শিকার করেছেন ১৭ উইকেট। যেখানে একটি ফাইফার ও একটি ফোর-ফার রয়েছে এই তারকা অলরাউন্ডারের।

আগামীকাল (৩১ জুলাই) মাঠে গড়াবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন ও জশ টাং।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট