সময়টা যেন একদমই ভালো যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দলের। বিশেষ করে ওয়ানডে ফরমেটে ধারাবাহিক ভাবে নাস্তানাবুদ হয়ে চলেছে দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে ইংল্যান্ড। আজ তৃতীয় ম্যাচেও আগে ব্যাট করতে নেমে ব্যর্থ তাদের টপ অর্ডার। আর এতেই লজ্জার এক রেকর্ড গড়েছে ইংলিশরা।
সিরিজের তিন ওয়ানডেতেই ইংল্যান্ডের প্রথম চার ব্যাটার হয়েছেন ধারাবাহিকভাবে ব্যর্থ। টানা তিন ম্যাচে কোন দলের শীর্ষ চার ব্যাটারের থেকে সর্বনিম্ন রান পাওয়ার বিব্রতকর রেকর্ডে নাম লেখালো ইংলিশরা। আর এতেই বাংলাদেশের ৩৭ বছর আগের করা লজ্জার রেকর্ড থেকে টাইগারদের মুক্ত করল হ্যারি ব্রুকের দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টানা তিন ম্যাচে ইংল্যান্ডের শীর্ষ চার ব্যাটারের কাছ থেকে এসেছে মোটে ৮৪ রান। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন রানের লজ্জাজনক রেকর্ড। যেখানে ১৯৮৮ সাল থেকে এতদিন সবার উপরে নাম ছিল বাংলাদেশের। সেসময় এশিয়া কাপে টানা তিন ম্যাচে টাইগারদের শীর্ষ চার ব্যাটারের কাছ থেকে এসেছিল মাত্র ৮৯ রান।
এবার বাংলাদেশের সেই লজ্জাজনক রেকর্ডকে পেছনে ফেলে নিজেদের নাম সবার উপরে লেখালো ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে টাইগারদের পর একমাত্র দল হিসেবে কোনও টুর্নামেন্ট বা সিরিজের টানা তিন ম্যাচে শীর্ষ চার ব্যাটারের কাছ থেকে এসেছে মোট ১০০ রানের কম সংগ্রহ। এমন লজ্জার রেকর্ডের পর হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইংল্যান্ড।
অবশ্য এই ম্যাচে এমন বিব্রতকর রেকর্ডের হাত থেকে বাঁচার চেষ্টা করেছিল দলটি। তাদের কৌশলগত পরিবর্তনের কারণে আগের দুই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করে যথাক্রমে ১৩৫ আর ৩৪ রান করা হ্যারি ব্রুককে আজ মাঠে নামানো হয় চার নম্বরে ব্যাট করতে। কিন্তু ওপরে ব্যাট করতে নেমে দলকে সহযোগিতার বদলে নিজেই উল্টো ফিরেছেন মাত্র ৬ রান করে।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/এফএএস