Connect with us
ফুটবল

বিশ্বকাপে ইউরোপ থেকে সবার আগে ইংল্যান্ড

ইংল্যান্ড ফুটবল দল
জয়ের পর ইংল্যান্ড ফুটবল দল। ছবি: সংগৃহীত

ইউরোপ থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে দারুণ খেলে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে ‘কে’ গ্রুপে ছয় ম্যাচে সম্পূর্ণ ১৮ পয়েন্ট নিয়েই বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংলিশরা।

ইংল্যান্ডের হয়ে আবারও আলো দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক হ্যারি কেইন। ইনজুরি থেকে ফিরে মাঠে নামেই দুটি গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এই দুই গোলের পাশাপাশি তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়াল ৭৬, যা তাকে ইংল্যান্ডের ইতিহাসে সেরা গোলদাতাদের একজন হিসেবে আরও ভালো অবস্থানে নিয়ে গেল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে ইংল্যান্ড। ২৬ মিনিটে জন স্টোনসের পাস থেকে অ্যান্থনি গর্ডনের শটে দারুণ গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে কেইনের দূর থেকে শটে গোল করে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোলটি আসে, ইংল্যান্ড তখন ৩-০ তে এগিয়ে যায়।



বিরতির পর দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে জেড স্পেন্সের ক্রস ক্লিয়ার করতে গিয়ে লাটভিয়ার ডিফেন্ডার মাকসিমস টোনিশেভস বল নিজেদের জালে ফেলে দেন। ফলে আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। শেষ দিকে এবেরেচি এজে বল নিয়ে ডি-বক্সে ঢুকে শটে গোল করেন, ম্যাচের স্কোরলাইন তখন ৫-০ তে শেষ হয়।

গোলরক্ষক জর্ডান পিকফোর্ড পুরো ম্যাচে ছিলেন অসাধারণ। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলের নবম টানা ক্লিনশিট নিশ্চিত করেন তিনি। এই জয়ে টুখেলের অধীনে ইংল্যান্ড এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি।

ছয় ম্যাচে ছয় জয় নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা আলবেনিয়ার পয়েন্ট ১১। ফলে বাকি ম্যাচ যাই হোক, ইংল্যান্ডকে আর কেউ পেছনে ফেলতে পারবে না।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল