অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও হারের পথে ইংল্যান্ড। তবে এবার আরও লজ্জাজনক হারের সামনে দাঁড়িয়ে ইংলিশরা। ব্রিসবেন টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। তাতে তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বেন স্টোকসের দল।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। তাতে ৪৪ রানের লিড পায় স্বাগতিকরা। গতকাল ৪৬ রানে অপরাজিত থাকা অ্যালেক্স কেরি ৬৩ রান করে বিদায় নেন।
তবে বল হাতে ৬ উইকেট শিকারের পর ব্যাট হাতেও জ্বলে উঠেন মিচেল স্টার্ক। নয়ে নেমে ১৪১ বলে ১৩ চারের মারে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া স্কট বোলান্ডের ২১ ও ব্রেন্ডান ডগেটের ১৩ রানের ক্যামিওতে ৫১১ রানে থামে অজিদের ইনিংস। তাতে ১৭৭ রানের বড় লিড পায় স্বাগতিকরা।
এরপর দ্বিতীয়বার ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার লিড পেরোতে গিয়েই খাবি খাচ্ছে ইংল্যান্ড। দেড়শোর আগেই ৬ উইকেট নেই সফরকারীদের। অস্ট্রেলিয়ার বোলিং তোপে ১৩৪ রান তুলতেই ৬ উইকেট নেই ইংলিশদের। ৪৩ রানে পিছিয়ে থেকে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ করেছে দলটি।
অবশ্য দ্বিতীয়বার ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুতগতিতে কিছু রান তুলে নেয় তারা। দলীয় ৪৯ রানে আঘাত হানেন বোলান্ড। বেন ডাকেটকে বোল্ড করে ১৫ রানে ফেরা এই পেসার। এরপর অলি পোপকে নিয়ে আরও ৪২ রান যোগ করেন জ্যাক ক্রলি।

ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন স্কট বোলান্ড। ছবি- এএফপি
দলীয় ৯০ রানে পোপকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট এনে দেন মাইকেল নেসের। ৩২ বলে ২৬ রান করে বিদায় নেন তিনি। এরপরেই ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। দারুণ খেলতে থাকা ক্রলিও বিদায় নেন ৯৭ রানের মাথায়। তার ব্যাটে আসে ৪৪ রান। এরপর একে একে জো রুট (১৫), হ্যারি ব্রুক(১৫) ও জেমি স্মিথও (৪) বিদায় নেন। তাতে মুহূর্তেই পাল্টে যায় ম্যাচের চিত্র।
লিডের আশা নিয়ে ব্যাট করতে থাকা ইংলিশরা মুহূর্তেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে। এখনও মাঠে আছেন বেন স্টোকস ও উইল জ্যাকস। আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন তারা। ইনিংস ব্যবধানে হার এড়াতে আরও ৪৩ রান তুলতে হবে সফরকারীদের। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে ২টি করে উইকেট নেন বোলান্ড, স্টার্ক ও নেসের।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/বিটি