
ইতিহাস গড়ে প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে পাঁচটা ফিফটি করা ম্যাথু ব্রিটজকে ব্যর্থ হলেন ষষ্ঠ ম্যাচে। আর তার ব্যর্থ হওয়া ম্যাচে লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকাও। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের ৪১৪ রানের জবাবে মার্করামরা গুটিয়ে গেছে মাত্র ৭২ রানে। হারের ব্যবধান ৩৪২ রান!
রবিবার (৭ সেপ্টেম্বর) সাউদাম্পটনে আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ৪১৪ তোলে স্বাগতিকরা। এলোমেলো বোলিংয়ের পর ব্যাট হাতে জবাব দিতে নেমে ছন্নছাড়া হয়ে পড়ে সফরকারীদের ইনিংস। মাত্র ২০.৫ ওভারের ইনিংসে দুই অঙ্কের রান ছুয়েছেন তিনজন। কোরবিন বোসচে ২০, কেশব মহারাজ ১৭ ও ত্রিস্টান স্টাবস ১০।
এর আগে জো রুট ও জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে ৪১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। ওয়ানডেতে যা দলটির পঞ্চম সর্বোচ্চ। এ নিয়ে ওয়ানডেতে সাতবার ৪০০ বা এর বেশি রান করে ভারতের পাশে বসল ইংলিশরা। এই দুই দলের চেয়ে বেশিবার ৪০০ করেছে শুধু দক্ষিণ আফ্রিকা—৮ বার।
রুট ৯৬ বলে ১০০, বেথেল ৮১ বলে ১১০ রান করেন। তুজন ১৪৪ বলে ১৮২ রানের জুটি গড়েন। আর ষষ্ঠ উইকেটে ১৯ বলে ৪৩ রান যোগ করেন জস বাটলার ও উইল জ্যাকস। বাটলার ৩২ বলে ৬২ ও জ্যাকস ৮ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।
তবে গল্পের পূর্ণতা বাকি রেখেছিলেন ইংলিশ বোলাররা। জোফরা আর্চার ১৮ রানে ৪টি, আদিল রশিদ ১৩ রানে ৩টি এবং ব্রেডন চার্স ২টি উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং ধসিয়ে দেন। ৩৪২ রানের ইতিহাসগড়া জয়ে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো ইংলিশরা।
এর আগে ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হার-জিতের রেকর্ডটা ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত। রেকর্ডটা আজ ভেঙে দক্ষিণ আফ্রিকাকে লজ্জায় ডুবিয়ে শীর্ষে উঠলো ইংল্যান্ড। তিনশ বা তার বেশি রানের ব্যবধানে এবারই প্রথম জিতলো ইংল্যান্ড।
ওয়ানডেতে বিশ্ব ক্রিকেটের ইতিহাস তিনশ বা তার বেশি রানের ব্যবধানে হার-জিতের রেকর্ড তালিকায় মাত্র ৫টি ম্যাচ।।
জয়ী | ব্যবধান | পরাজিত | ভেন্যু | সাল |
ইংল্যান্ড | ৩৪২ | দক্ষিণ আফ্রিকা | সাউদাম্পটন | ৭ সেপ্টেম্বর ২০২৫ |
ভারত | ৩১৭ | শ্রীলঙ্কা | তিরুবনন্তপুরম | ১৫ জানুয়ারি ২০২৩ |
অস্ট্রেলিয়া | ৩০৯ | নেদারল্যান্ডস | দিল্লি | ২৫ অক্টোবর ২০২৩ |
জিম্বাবুয়ে | ৩০৪ | ইউএসএ | হারারে | ২৬ জুন ২০২৩ |
ভারত | ৩০২ | শ্রীলঙ্কা | ওয়াংখেড়ে | ২ নভেম্বর ২০২৩ |
ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৫/এজে
