
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড নারী দল। দক্ষিণ আফ্রিকা নারী দলকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সূচনা করেছে ইংলিশরা।
ম্যাচে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। দলীয় ৯ রানে ১ম উইকেট ও ১২ রানে ২য় উইকেট হারায় তারা।
শেষ পর্যন্ত ইংলিশদের বোলিং তোপে ২০.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় প্রোটিয়ারা। প্রোটিয়াদের হয়ে একজন বাদে কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। দলের পক্ষে সিনালো জাফটা সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন। ইংলিশদের হয়ে লিনসে স্মিথ সর্বচ্চ ৩ উইকেট শিকার করেন।
জবাবে ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় ইংলিশরা। দলের হয়ে এমি জোন্স ৪০ ও টামি বিওমান্ট ২১ রান সংগ্রহ করেন।
৪ ওভার বল করে মাত্র ৭ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন লিনসে স্মিথ।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে ইংলিশরা। তালিকার ২য়, ৩য় এবং ৪র্থ স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ভারত।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এআই
