
লর্ডস টেস্টের পঞ্চম দিনে নানা নাটকীয়তার পর শেষ হাসি হাসলো ইংল্যান্ড। রোমাঞ্চে ভরপুর শেষ দিনে ভারতকে ২১ রানে হারিয়েছে স্বাগতিকরা। রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত লড়াই করেও জেতাতে পারেননি দলকে। ১৮১ বল খেলে ৬১ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতও ৩৮৭ রান তুলে অলআউট হয়ে যায়। এর ফলে লিড পায়নি কোনো দল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়াশিংটন-সিরাজদের বোলিং তোপে ১৯২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৭০ রান করে অলআউট হয়ে যায় ভারত।

সিরাজকে আউট করে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ছবি- গেটি ইমেজেস
১৯৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল (রোববার) টেস্টের চতুর্থ দিন ৫৮ রান তুলতে গিয়েই ৪ উইকেট হারায় ভারত। আজ (সোমবার) পঞ্চম দিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারীরা। একে একে ফিরে যান ঋষভ পন্ত (৯), লোকেশ রাহুল (৩৯), ওয়াশিংটন সুন্দররা (০)।
আরও পড়ুন:
» ‘বাংলাদেশ দলে সাকিবের খেলার বিষয়টি নির্ভর করছে নির্বাচকদের ওপর’
» ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ, জায়গা পেলেন যারা
এরপর নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাদেজা। তবে অষ্টম উইকেট জুটিতে ৩০ রানের জুটির পর ফিরে যান রেড্ডি (১৩)। এতে দলীয় ১১২ রানের ৮ উইকেট হারায় ভারত। এরপর নবম উইকেট জুটিতে বুমরাহকে নিয়ে আরো ৩৫ রান যোগ করেন জাদেজা।
দলীয় ১৪৭ রানের মাথায় স্টোকসের শিকার হয়ে ফিরে যান বুমরাহ (৫)। এতে সেখানেই ভারতের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। তবে শেষ উইকেটে সিরাজকে নিয়ে লড়তে থাকেন জাদেজা। তবে ২৩ রান তোলার পর শোয়েব বসিরের বলে বোল্ড হন সিরাজ। আর সেখানেই থেমে যায় ভারতের জয়ের স্বপ্ন।
ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন বেন স্টোকস ও জোফরা আর্চার। এছাড়া ব্রাইডন কার্স ২টি এবং ক্রিস ওকস ও শোয়েব বসির একটি করে উইকেট শিকার করে।
এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। আগামী ২৩ জুলাই থেকে ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/বিটি
