Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

England team
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা জফরা আর্চারকে রেখেই ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

চলমান অ্যাশেজ সিরিজে প্রথম তিন টেস্ট খেলার পর শরীরের বাঁ পাশের মাংসপেশিতে চোট পান আর্চার। সে কারণে বাকি দুই টেস্টে মাঠে নামতে পারেননি এই গতিতারকা। বর্তমানে তিনি বার্বাডোজে ইসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। পুরোপুরি ফিট হলে বিশ্বকাপেই তাঁর প্রত্যাবর্তন ঘটানোর পরিকল্পনা ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের।

বিশ্বকাপ স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার জশ টাং। এখনো টি–টোয়েন্টি অভিষেক হয়নি তাঁর, তবে লম্বা গড়ন ও বাড়তি বাউন্সকে কাজে লাগিয়ে বড় মঞ্চে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন বিশ্বাস থেকেই তাঁকে দলে রেখেছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক হ্যারি ব্রুক। ভারত ও শ্রীলঙ্কার ফ্ল্যাট উইকেটে তাঁর গতি কাজে দেবে বলে মনে করছে ইংল্যান্ড শিবির।



অন্যদিকে সংক্ষিপ্ত সংস্করণের সাম্প্রতিক সেটআপ থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জেমি স্মিথ। তবে আবারও দলে ফিরেছেন বেন ডাকেট। অস্ট্রেলিয়া সফরের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে সুযোগ না পেলেও বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে গুরুত্বপূর্ণ মনে করছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। ২২ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু, ৩ ফেব্রুয়ারি শেষ হবে টি–টোয়েন্টি সিরিজ। তবে আর্চার এই সফরের কোনো ম্যাচেই খেলবেন না।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। মুম্বাইয়ে ‘সি’ গ্রুপ থেকে ৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের প্রাথমিক টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার, ফিল সল্ট, স্যাম কুরান, বেন ডাকেট, টম ব্যান্টন, উইল জ্যাকস, লিয়াম ডসন, আদিল রশিদ, রেহান আহমেদ, জফরা আর্চার, জশ টাং, জেমি ওভারটন, লুক উড, জ্যাকব বেথেল।

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট