
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আজ (মঙ্গলবার) মাঠে গড়িয়েছে। লিডসের হেডেংলিতে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। কেশভ মহারাজ-উইয়ান মুল্ডারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৯ রানে শেষের ৬ উইকেট হারিয়ে দেড়শোর আগেই গুটিয়ে গেছে স্বাগতিকরা।
হেডেংলিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান তুলতে পেরেছে ইংল্যান্ড। এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১৩ রানে ফেরেন বেন ডাকেট। নান্দ্রে বার্গারকে উইকেট দেওয়া আগে ৫ রানের বেশি করতে পারেননি এই মারকুটে ওপেনার।
এরপর জো রুটও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ বলে ১৪ রান করে লুঙ্গি এনগিডির শিকার হয়ে ফেরেন এই তারকা ব্যাটার। দুই ব্যাটারকে হারালেও জেমি স্মিথ ও হ্যারি ব্রুক মিলে ভালোভাবেই রানের চাকা এগিয়ে নিচ্ছিলেন। তবে দলীয় ৮২ রানের মাথায় ব্রুককে রানআউট করে ৩৮ রানের জুটি ভেঙে দেয় প্রোটিয়ারা। ১২ রান করে ফেরেন ইংলিশ অধিনায়ক।
ব্রুক ফেরার পর ফিফটি তুলে নেন স্মিথ। তবে ফিফটি তুলে আর ইনিংস লম্বা করতে পারেননি এই ওপেনার। মুল্ডারের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ৪৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার।
দলীয় ১০২ রানে স্মিথ ফেরার পরেই শুরু হয় ইংলিশদের ব্যাটিং বিপর্যয়। মুল্ডার ও মহারাজের শিকার হয়ে একে একে জ্যাকব বেথেল (১), উইল জ্যাকস (৭), জস বাটলার (১৫), জোফরা আর্চার (০), আদিল রশিদ (৯) ও সনি বেকার (০) ফিরে যান। এতে ১৩১ রানেই স্বাগতিকদের ইনিংসে সমাপ্তি ঘটে।
সফরকারীদের পক্ষে ৫.৩ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কেশভ মহারাজ। ৭ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন উইয়ান মুল্ডার। এ ছাড়া নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিদি একটি করে উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/বিটি
