Connect with us
ফুটবল

ছয় মাসের ধারে রিয়াল থেকে ফরাসী ক্লাবে এনদ্রিক

Endrick
ফিলিল এনদ্রিক। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে এনদ্রিকের অধ্যায় আপাতত থেমে গেল। প্রত্যাশা আর বাস্তবতার ফারাক ঘোচাতে মৌসুমের বাকি সময়ের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ধারে ফরাসি ক্লাব লিঁওতে পাঠিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার রাতে ধার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে লিঁও। চুক্তি অনুযায়ী ছয় মাসের জন্য ফরাসি ক্লাবটিতে খেলবেন ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো অপশন রাখা হয়নি, যা থেকে স্পষ্ট এনদ্রিককে এখনো ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে রিয়াল।

রিয়ালে যোগ দেওয়ার সময় এনদ্রিককে ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। গত বছরের ২৭ জুলাই সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। ৪৩ হাজার দর্শকের সামনে দাঁড়িয়ে আবেগ লুকোতে পারেননি এই ব্রাজিলিয়ান। তবে মাঠে সেই আবেগ কিংবা প্রতিভার পুরোটা আর দেখা যায়নি।



চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। এর মধ্যে দুটিতে বদলি হিসেবে নেমেছেন, একটি ম্যাচে সুযোগ পেয়েছেন শুরুর একাদশে। আক্রমণভাগে তারকার ভিড়ে নিয়মিত সুযোগ না পাওয়াই ছিল বড় সমস্যা। কোচ জাবি আলোনসোর পরিকল্পনাতেও জায়গা করে নিতে পারেননি তিনি।

পালমেইরাস থেকে প্রায় ৪ কোটি ৭৫ লাখ ইউরোতে রিয়ালে যোগ দেওয়া এনদ্রিক এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৪০ ম্যাচে করেছেন ৭ গোল। পরিসংখ্যানের এই চিত্রই বলে দিচ্ছে কেন ধার চুক্তির পথে হাঁটতে হলো তাঁকে।

লিঁওতে এনদ্রিক খেলবেন ৯ নম্বর জার্সিতে। বেতন দেবে ফরাসি ক্লাবটি, পাশাপাশি দলবদলের জন্য রিয়ালকে দিতে হয়েছে ১০ লাখ ইউরো। ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য অনুযায়ী, লিঁওর হয়ে অন্তত ২৫ ম্যাচে যদি এনদ্রিক শুরুর একাদশে না থাকেন, তাহলে ক্ষতিপূরণ পাবে রিয়াল। কাপ ও ইউরোপা লিগে লিঁও কত দূর এগোয়, তার ওপর এই অঙ্ক নির্ভর করবে।

এদিকে, এই ধার চুক্তি এনদ্রিকের জন্যও গুরুত্বপূর্ণ। ২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে হলে আবারও ব্রাজিল দলে ফিরতে হবে তাঁকে। কিন্তু চলতি বছরে জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র এক ম্যাচ। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিও দায়িত্ব নেওয়ার পর এখনো তাঁকে দলে ডাকেননি।

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল