Connect with us
ক্রিকেট

জল্পনার অবসান, বিদেশি প্রেমিকাকে সামনে আনলেন শিখর ধাওয়ান

Sophie Shine Shikhar Dhawan
সোফি শাইনের সঙ্গে শিখর ধাওয়ান। ছবি- সংগৃহীত

চলছিল দীর্ঘদিনের গুঞ্জন। অবশেষে প্রেমের খবর নিজেই প্রকাশ্যে আনলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। ইনস্টাগ্রামে প্রেমিকা সোফি শাইনের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ‘আমার ভালোবাসা’ ক্যাপশনে হৃদয়ের ইমোজি জুড়ে দিলেন ধাওয়ান। মুহূর্তেই ভাইরাল সেই পোস্ট, শুভেচ্ছায় ভাসছেন এই তারকা।

ধাওয়ান ও সোফির সম্পর্কের জল্পনা শুরু হয় চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়। দুবাইয়ে ম্যাচ চলাকালীন গ্যালারিতে একসঙ্গে দেখা যায় তাদের। যদিও তখন বিষয়টি নিয়ে মুখ খোলেননি ধাওয়ান।

তবে এক সাম্প্রতিক অনুষ্ঠানে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কারও নাম নেব না, তবে এই ঘরে সবচেয়ে সুন্দরী মহিলা আমার প্রেমিকা। এবার আপনারাই বুঝে নিন।


আরও পড়ুন

» টানা ৬ জয়ে টেবিলের শীর্ষস্থান দখল করল মুম্বাই

» পিএসএলে ইসলামাবাদ-পেশওয়ার ম্যাচসহ আজকের খেলা (২ মে ২৫)


তৎক্ষণাৎ ক্যামেরা সোফির দিকে ধাবিত হয়, আর ধাওয়ানের মন্তব্যে হাসিতে ফেটে পড়েন তিনি।

সোফি আয়ারল্যান্ডের নাগরিক হলেও বর্তমানে দুবাইয়ে বসবাস করেন। সেখানে তিনি যুক্ত আছেন আমেরিকার একটি বহুজাতিক প্রতিষ্ঠানে, যার দুবাই শাখায় কাজ করেন। সেখানেই ধাওয়ানের সঙ্গে তার প্রথম পরিচয়।

এর আগে, ২০১১ সালে ধাওয়ান বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক আয়েষা মুখোপাধ্যায়কে। তাদের একমাত্র সন্তান জোরাওয়ার রয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

ধাওয়ান একাধিকবার প্রকাশ্যে বলেছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ছেলের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয় না। এমনকি ফোনেও কথা বলতে পারেন না তিনি। শুধু নিয়মিত মেসেজ করে যান সন্তানের উদ্দেশ্যে, এই আশায় যে একদিন হয়তো দেখা হবে।

এই দুঃখের ছায়া কাটিয়ে নতুন করে জীবনে প্রেমের আলো দেখলেন ধাওয়ান। জীবনের নতুন অধ্যায়ে পা রাখায় তার ভক্তরা জানাচ্ছেন শুভকামনা।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট