
২০১৬ সালে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। সেটাই ছিল টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ও একমাত্র সেঞ্চুরির ঘটনা।
তবে দীর্ঘ প্রায় নয় বছর পর দ্বিতীয়বারের মতো সেই সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশের ক্রিকেট। এবার সেটা এসেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমনের হাত ধরে। যেখানে তিনি সর্বোচ্চ ৯ ছক্কা ও ৫ চারে ৫৩ বলে শতক করেছেন।
এদিন সেঞ্চুরি হাকিয়ে পারভেজ ইমনের মনে পড়েছে তামিম ইকবালের প্রথম সেঞ্চুরির কথা। এক ভিডিও বার্তায় আজ এমনটাই জানিয়েছেন এই ওপেনার ব্যাটার। এছাড়া ছোট থেকেই তামিমকে অনুসরণ করার কথা জানান পারভেজ ইমন।
আরও পড়ুন:
» ইংল্যান্ডে ঝড় তুললেন সাব্বির, খেলেছেন দেড়শ রানের দুর্দান্ত ইনিংস
» ভারত বাধা পেরিয়ে আজ শিরোপা জিততে চায় বাংলাদেশ
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে, সেঞ্চুরি হয়েছে আজকে। ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে তামিম ভাইয়ের প্রথম সেঞ্চুরি ছিল। তাই আমার এটা দ্বিতীয়। সবমিলিয়ে ভালো লেগেছে।’
ইমন আরও যোগ করে বলেন, ‘ছোটবেলা থেকে তামিম ভাইকে ফলো করতাম, উনার খেলা দেখতাম। অনেক ভালো লাগতো। উনার পরে নামটা আমার এসেছে। আলহামদুলিল্লাহ তাই ভালো লাগছে।’
চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইমনের সেঞ্চুরিতে ভর করে ২৭ রানের জয় পায় বাংলাদেশ। যদিও এই ওপেনার ব্যতীত তেমন কোন ব্যাটার জ্বলে উঠতে পারেননি টাইগারদের জয়ের রাতে। শেষ দিকে বোলারদের কল্যাণে অঘটন ঘটার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৮মে২৫/এফএএস
