
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দুর্দান্ত ভাবে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। যেখানে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ভর করে ২৭ রানের জয় পায় টাইগাররা।
এদিন একের পর এক রেকর্ড গড়েছেন ইমন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ক্রিকেটার হিসেবে শতক হাকালেন তিনি। এছাড়া সংক্ষিপ্ত এই ফরমেটে তামিম ইকবালের পর তিনিই দ্বিতীয়। এই সেঞ্চুরির পথেও গড়েছেন একাধিক রেকর্ড।
বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ ৯ ছক্কা হাকানোর রেকর্ড গড়েছেন তিনি। মজার বিষয়, এর মধ্যে ৩ বারই বল চলে গেছে স্টেডিয়ামের বাইরে। বাংলাদেশের কোন ক্রিকেটার এর আগে এক ম্যাচে এতবার বল হারাননি।
আরও পড়ুন:
» লিগে সাকিব-মুস্তাফিজের ম্যাচসহ আজকের খেলা (১৮ মে ২৫)
» আরব আমিরাতের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতল বাংলাদেশ
পঞ্চম ওভারে মাতিউল্লাহর চতুর্থ ডেলিভারিতে লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা হাকান ইমন। এতে ম্যাচে প্রথমবারের মতো নতুন বল আনতে হয় আম্পায়ারদের। এরপর সঞ্চিত শর্মার করা অষ্টম ওভারে তিন ছক্কা মারেন এই টাইগার ওপেনার। যেখানে ওভারের তৃতীয় বলে এবারও লং অনের ওপর দিয়ে বল স্টেডিয়াম পার করেন তিনি। এরপর ১৬তম ওভারের পঞ্চম বলেও ইমন একই ঠিকানায় পাঠিয়েছেন বল।
৫৩ বলে শতক হাঁকানো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। এদিন নিজের সেঞ্চুরির রহস্য জানাতে গিয়ে ইমন বলেন, ‘অবশ্যই এটা বিশেষ। আমি সেঞ্চুরি পেয়েছি, তাই আমার জন্য বিশেষ হওয়ারই কথা। উইকেট ভালোভাবে বুঝে নিজের প্রসেসে ছিলাম এবং আমার পরিকল্পনায় অটুট ছিলাম। অবশ্যই নিজের সেরাটা দেয়ার চেষ্টা ছিল।’
এদিকে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। এরপর শারজাহর একই মাঠে দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল রাতে মাঠে নামবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/১৮মে২৫/এফএএস
