Connect with us
ক্রিকেট

নাটকীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল আমিরাত

Emirates beat Bangladesh in dramatic match to level series
বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আরব আমিরাত। ছবি- সংগৃহীত

আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বেশ ঘাম ঝরিয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। বেশ কয়েকবার ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েও শেষদিকে বোলারদের কল্যাণে জয় পেয়েছিল সফকারীরা। এবার দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় বাংলাদেশকে হারিয়েছে আরব আমিরাত। শেষ ওভারে ১২ রান তুলে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

সোমবার (১৯ মে) সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে আরব আমিরাত। শারজায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত।

বাংলাদেশের বিপক্ষে এটা তাদের প্রথম জয়। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। নতুন করে একটি ম্যাচ বাড়ায় শেষ ম্যাচে সিরিজ নির্ধারিত হবে।

আরও পড়ুন :

» এক ফিফটি ও দুই চল্লিশোর্ধ্ব ইনিংসে বড় সংগ্রহ বাংলাদেশের

» ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে উসমান দেম্বেলে, আরও যারা আছেন?

এদিন শারজায় বড় সংগ্রহ তাড়া করতে নেমে দারুণ শুরু পায় আরব আমিরাত। পাওয়ার-প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান তুলে নেয় তারা। এরপর এই জুটিতেই শতরান পেরোয় স্বাগতিকরা। ইনিংসের ১১তম ওভারে দলীয় ১০৭ রানের মাথায় বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তানভীর ইসলাম। মোহাম্মদ জোহাইবকে ৩৮ রানে ফেরান এই স্পিনার।

এর পরের ওভারেই আঘাত হানেন রিশাদ। নতুন ব্যাটার রাহুল চোপড়াকে ২ রানেই ফেরান এই লেগস্পিনার। এরপর আসিফ খান ও ওয়াসিম মিলে দ্রুতগতিতে রান তোলেন। এই জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। তবে দুর্দান্ত খেলতে থাকা ওয়াসিমকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শরিফুল। ৪২ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান আমিরাত অধিনায়ক।

পরের ওভারেই আঘাত হানেন নাহিদ রানা। তিনি ফেরান আরেক বিধ্বংসী ব্যাটার আসিফ খানকে (১৯)। এরপর নাহিদ-রিশাদ-শরিফুলরা একটি করে উইকেট তুলে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের কাছে। তবে শেষদিকে ধ্রুবের ১১ এবং হায়দার আলির অপরাজিত ১৫ রানে ভর করে ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন তানভীর ইসলাম ও তানজিম সাকিব।

আরও পড়ুন :

» আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন শান্ত

» যে কারণে দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়লেন ইমন 

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ঝোড়ো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান যোগ করেন তারা। দলীয় ৯০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সগীর খানের শিকার হয়ে ফিরে যান তানজিদ (৬৬)।

এরপর মাঝারি জুটি গড়ে এগোতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ২০ বলে ৩৫ রান যোগ করেন শান্ত ও লিটন। দলীয় ১২৫ রানের মাথায় জাওয়াদউল্লাহর শিকার হয়ে ফিরে যান লিটন (৪০)। এরপর তৃতীয় উইকেট শান্ত ও হৃদয় মিলে আরো ৩৮ রান যোগ করেন। দলীয় ১৬৩ রানের মাথায় শান্তকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জাওয়াদউল্লাহ। তার ব্যাট থেকে আসে ২৭ রান।

শেষদিকে হৃদয় ও জাকেরের ১৩ বলে ৩৪ রানের ঝোড়ো জুটিতে ভর করে দুইশ পেরোয় বাংলাদেশ। হৃদয় ২৪ বলে ৪৫ এবং জাকের ৬ বলে ১৮ রান করেন। আরব আমিরাতের পক্ষে জাওয়াদউল্লাহ ৩ উইকেট শিকার করেন। এছাড়া ২টি উইকেট শিকার নে সগীর খান।

ক্রিফোস্পোর্টস/২০মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট