Connect with us
ক্রিকেট

নারী আইপিএলের নিলামে কোটিপতি হলেন ১১ ক্রিকেটার

Eleven cricketers became millionaires in the Women’s IPL auction.
সোফি ডিভাইন, দীপ্তি শর্মা, শিখা পান্ডে ও অ্যামেলিয়া কের। ছবি- সংগৃহীত

আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে নারী আইপিএলের (ডব্লিউপিএল) চতুর্থ। আসন্ন এই টুর্নামেন্টে সামনে রেখে গতকাল (২৭ নভেম্বর) দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে মেগা নিলাম। এই নিলাম থেকে দল পেয়ে ভারতীয় রুপি অনুসারে কোটিপতি বনে গেছেন ১১ ক্রিকেটার। 

আইপিএল নিলাম থেকে মোট ৬৭ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পাঁচটি ফ্রাঞ্চাইজি। তাঁদের মধ্যে ৪৪ জন স্থানীয় এবং বাকি ২৩ জন বিদেশি। সবমিলিয়ে ৬৭ খেলোয়াড়কে দলে ভেড়াতে মোট ৪০.৮ কোটি রুপি খরচ করেছে ফ্রাঞ্চাইজিগুলো।

এবারের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। ‘রাইট-টু-ম্যাচ’ (আরটিএম) ব্যবহার করে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। এরপর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন কিউই অলরাউন্ডার অ্যামেলিয়া কের। তাকে ৩ কোটি রুপি খরচ করে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩ কোটি বা তার উপরে ছিলনে এই দুজনই।



এরপর তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হন ভারতীয় তারকা শিখা পান্ডে। ২ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। নিউজিল্যান্ডের আরেক তারকা সোফি ডিভাইনকে ২ কোটি রুপিতে দলে নেয় গুজরাট জায়ান্টস। এছাড়া কোটিতে বিক্রি হওয়া বাকি ৭ ক্রিকেটার ২ কোটির চেয়ে কম দামে বিক্রি হয়েছেন। কোটিতে দল পাওয়া ১১ ক্রিকেটারের মধ্যে ৫ জনকেই দলে ভিড়িয়েছে ইউপি ওয়ারিয়র্স।

নারী আইপিএলের মেগা নিলামে কোটিতে বিক্রি হলেন যারা (ভারতীয় রুপি অনুসারে)

১. দিপ্তী শর্মা (ইউপি ওয়ারিয়র্স) – ৩.২০ কোটি

২. অ্যামেলিয়া কের (মুম্বাই ইন্ডিয়ান্স) – ৩ কোটি

৩. শিখা পান্ডে (ইউপি ওয়ারিয়র্স) – ২.৪০ কোটি

৪. সোফি ডিভাইন (গুজরাট জায়ান্টস) – ২ কোটি

৫. মেগ ল্যানিং (ইউপি ওয়ারিয়র্স) – ১.৯০ কোটি

৬. শ্রী চরণী (দিল্লি ক্যাপিটালস) – ১.৩০ কোটি

৭. চিনেল হেনরি (দিল্লি ক্যাপিটালস) – ১.৩০ কোটি

৮. ফোবে লিচফিল্ড (ইউপি ওয়ারিয়র্স) – ১.৩০ কোটি

৯. লরা উলভার্ট (দিল্লি ক্যাপিটালস) – ১.১০ কোটি

১০. আশা সোবহানা (ইউপি ওয়ারিয়র্স) – ১.১০ কোটি

১১. জর্জিয়া ওয়ারহ্যাম (গুজরাট জায়ান্টস) – ১ কোটি

তবে এবার নিলামে তোলা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা, গুজরাট জায়ান্টসের অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে গার্ডনার ও মুম্বাই ইন্ডিয়ান্সের ইংলিশ তারকা ন্যাট-শিভার-ব্রান্টকে। তিনজনকেই সমান ৩.৫০ কোটি রুপিতে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আগামী বছরের ৯ জানুয়ারি পর্দা উঠবে নারী আইপিএলের চতুর্থ আসরের। প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট