Connect with us
ফুটবল

মাদ্রিদের দ্বিতীয় গোলকে পরিষ্কার ফাউল বললেন এলচে কোচ

Elche Coach Sarabia
এলচে কোচ সারাবিয়া। ছবি: সংগৃহীত

এলচের মাঠে শেষ মুহূর্তের গোলটা এখনও মানতে পারছেন না এলচে কোচ এদের সারাবিয়া। ম্যাচ চলার সময়ই রাগ ঝরছিল তাঁর চোখেমুখে, পরে সংবাদ সম্মেলনে এসে সরাসরি অভিযোগ তুললেন রিয়াল মাদ্রিদের করা দ্বিতীয় গোলটি নিয়ে। গোলটি করার সময় ভিনি ফাউল করেছিল, আর সেটা রেফারি দেখেও দেখেননি।

লা লিগার এই ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি এলচে। ২–২ ড্রতে শেষ হয়েছে ম্যাচ। বিতর্ক থামেনি সেই ৮৭তম মিনিটে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে। বেলিংহ্যামের প্রথম শট ঠেকাতে গিয়ে ইনিয়াকি পেনিয়ার মুখে আঘাত লাগে ভিনিসিউস জুনিয়রের পা। সেই ধাক্কায় এলচের গোলরক্ষকের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। বলও ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি তিনি। সেখান থেকে কাটব্যাক, আর দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন বেলিংহ্যাম।

ম্যাচ শেষে সেটা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলচে কোচ সারাবিয়া। তাঁর ভাষায়, “আমি খুশি নই, একদমই না। খেলোয়াড়দেরও বলেছি, সিদ্ধান্ত দেখে আরও হতাশ হয়েছি। ভিনিসিউস বল স্পর্শই করেনি, সরাসরি পেনিয়ার মুখে আঘাত করেছে। পেনিয়া কিছুই দেখতে পায়নি। এটা পরিষ্কার ফাউল।”



যদিও পেনিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে থেকে খেলা চালালেও সেই আঘাত নিয়ে দ্বিতীয় গোল ঠেকানোর মত অবস্থা ছিল না তার।

বার্সেলোনাকে সরিয়ে শেষ পর্যন্ত লা লিগার শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ জয়ের মধ্য দিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে আসেনি। এলচের মাঠে ২–২ ড্র করে এক পয়েন্ট পেয়েই আগের দিন বার্সেলোনার দখলে যাওয়া প্রথম স্থানে পুনরায় ফিরেছে জাবি আলোনসোর দল। শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের দুর্দান্ত  গোল রিয়ালকে পরাজয় থেকে রক্ষা করেছে।

এই ড্রয়ের মধ্য দিয়ে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। এলচে আছে ১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে।

এদিকে ম্যাচ শুরুর আগে একটি ভুল নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয় রিয়াল। লিভারপুলের সাবেক তারকা ডিওগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভাকে স্মরণ করতে গিয়ে এক ভিডিওতে ভুল করে এলচে ফরোয়ার্ড আন্দ্রে দা সিলভার ছবি ব্যবহার করা হয়। ম্যাচ শুরুর আগে এ ঘটনায় ক্লাবটি ক্ষমা চায়।

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল