Connect with us
ফুটবল

আফ্রিকা কাপ অব নেশন্স

সালাহর জাদুতে সেমিফাইনালে মিশর

Egypt
সালাহর গোলে সেমিফাইনালে মিশর। ছবি: সংগৃহীত

মোহাম্মদ সালাহর দুর্দান্ত গোলে আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মিশর। শেষ আটের উত্তেজনাপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩–২ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ফারাওরা। মিশরের হয়ে জয়সূচক তৃতীয় গোলটি করেছে মোহাম্মদ সালাহ। 

মরক্কোর আগাদিরে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিশর। ম্যাচেত প্রথমার্ধেই ওমর মারমৌশ ও রামি রাবিয়ার গোলে দুইবার লিড নেয় তারা। তবে আহমেদ আবুল-ফেতোহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আইভরি কোস্ট। বিরতির পর দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সালাহ। ৫২ মিনিটে তাঁর করা গোলেই আবার এক গোলের ব্যবধানে এগিয়ে যায় মিশর। শেষ দিকে গুয়েলা দুয়ে ব্যবধান কমালেও সমতায় ফেরা হয়নি আইভরিয়ানদের।

এই জয়ে আফ্রিকা কাপ অব নেশন্স লিগের সেমিফাইনালে উঠে মিশর। আগামী বুধবার তাদের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে সেনেগালের। সেই ম্যাচে সালাহর মুখোমুখি হবেন দীর্ঘদিনের লিভারপুল সতীর্থ সাদিও মানে। মানের সঙ্গে দীর্ঘদিন ধরে একই টিমে খেলছেন সালাহ। আবারও মাঠের খেলায় তারা মুখোমুখি হতে চলেছে।



এদিকে আফ্রিকা কাপ অব নেশন্স লিগের চলতি আসরে মোহাম্মদ সালাহর এটি চতুর্থ গোল। গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলের পর শেষ ষোলোতে বেনিনের বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন মিশরের অধিনায়ক। এবার সেমিফাইনাল নির্ধারণের ম্যাচেও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে জয় এনে দেন তিনি।

৩৩ বছর বয়সী মোহাম্মদ সালাহ ক্লাব ফুটবলে প্রায় সব বড় শিরোপাই জিতেছেন। কিন্তু আফকনের ট্রফি এখনো অধরাই থেকে গেছে। দুইবার ফাইনালে খেলেও শিরোপা জেতা হয়নি তাঁর। এবার সেই আক্ষেপ ঘোচানোর পথে আর মাত্র দুই ম্যাচ বাকি। এবারের শিরোপা জিততে পারলে রেকর্ড চ্যাম্পিয়নদের নামের পাশে যুক্ত হবে ১৮তম শিরোপা।

এদিকে, দিনের আরেক কোয়ার্টার ফাইনালে মারাকেশে আলজেরিয়াকে ২–০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। ভিক্টর ওসিমহেন একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেন। সেমিফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ মরক্কো। মরক্কো এর আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল।

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল