Connect with us
ক্রিকেট

জিএসএলের উদ্বোধনী ম্যাচে সাকিবকে নিয়ে ব্যাটিংয়ে দুবাই

Shakib Al Hasan_Dubai Capitals
দুবাই ক্যাপিটালসের জার্সিতে সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে দুবাই ক্যাপিটালস ও সেন্ট্রাল স্ট্যাগস। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে দুবাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সেন্ট্রাল স্ট্যাগস।

এই ম্যাচে দুবাই ক্যাপিটালসের একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। দেড় মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি। মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে সবশেষ ম্যাচটি খেলেছিলেন তিনি।

দুবাইয়ের নেতৃত্বে আছেন আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব। এছাড়া একাদশে আছেন তরুণ ব্যাটার সেদিকুল্লাহ অটল, ক্যারিবিয়ান অলরাউন্ডার রভমান পাওয়েল ও শ্রীলঙ্কার নিরোশান ডিকওয়েলার মতো ব্যাটাররা।

আরও পড়ুন:

» টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

» এজবাস্টনে সাফল্যের পর এবার লর্ডসে বাংলাদেশি আম্পায়ার 

দুবাই ক্যাপিটালস একাদশ: গুলবাদিন নাইব (অধিনায়ক), সেদিকুল্লাহ অটল, কাদিম অ্যালেন, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, রভমান পাওয়েল, কায়েস আহমেস, ডমিনিক ড্রেকস, কলিম সানা, ফারহান খান, জিশান নাসির।

সেন্ট্রাল স্ট্যাগস একাদশ: টম ব্রুস (অধিনায়ক), উইল ইয়ং, উইল ক্লার্ক, ডিন ফক্সক্রফট, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ম্যাথু ফোর্ড, আজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার,জ্যাডেন লেনক্স।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট