Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে ফের দলে নিল দুবাই ক্যাপিটালস

Dubai Capitals have signed Mustafizur again.
আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ইন্টান্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) চতুর্থ আসরে নিলামের আগে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের পেসার লুক উডের বদলি হিসেবে তাকে  দলে ভিড়িয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে কদিন পরই কাটার মাস্টারের সঙ্গে চুক্তি বাতিল করে হায়দার আলীকে দলে নেয় তারা। এবার ফের মুস্তাফিজের সঙ্গে নতুন চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নতুন করে বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দুবাই। এবার জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে টেনেছে আইএল টি-টোয়েন্টির এই দলটি। আজ শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস।

এবারের আসরে বাংলাদেশের ৩ ক্রিকেটার অংশ নেবেন এই টুর্নামেন্টে। এর আগে নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে দলে নিয়ে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।



বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্য ছিল তাসকিনের। এই মূল্যে তাকে দলে নিয়েছে শারজাহ। অন্যদিকে সাকিবের ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার মার্কিন ডলার। এই মূল্যে তাকে দলে নিয়েছে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল এমআই এমিরেটস।

আগামী ২ ডিসেম্বর মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। টুর্নামেন্টটি চলবে ২ জানুয়ারি পর্যন্ত। ডিসেম্বরের মাঝামাঝি কিংবা শেষ সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাই মুস্তাফিজ এবং তাসকিন কিছুটা আগেভাগেই দেশে ফিরতে পারেন।

আগামী ২ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডেজার্ট ভাইপারসের মুখোমুখি হবে মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস। পরদিন ৩ ডিসেম্বর তাসকিনের দল শারজাহ খেলবে আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে। এরপর ৪ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল এমআই এমিরেটস।

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট