
সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই তারকা পেসারকে দলে নিয়েছে সবশেষ আসরের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নাম খেলতে যাচ্ছেন কাটার মাস্টার।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছে দুবাই ক্যাপিটালস। মূলত ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবেই তাকে দলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অবশ্য দুবাই ক্যাপিটালসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন মুস্তাফিজ। এর আগে ক’দিন আগেই সাকিব আল হাসানকে দলে নিয়েছিল এই ফ্রাঞ্চাইজি। কিন্তু তাকে শুধু গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ২০২৫ আসরের জন্য দলে ভিড়িয়েছিল তারা। গত জুলাইয়ে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে দুবাইয়ের হয়ে ৪ ম্যাচ খেলে বল হাতে ৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেন ৭২ রান। এবার দুবাইয়ের জার্সিতে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকের অপেক্ষায় মুস্তাফিজ।
চলতি বছরই মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এর নিলাম।তবে এর আগেই সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
আগামী ২ ডিসেম্বর পর্দা উঠবে ২০২৬ আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের। ৬ দলের এই টুর্নামেন্টেটির পর্দা নামবে ২০২৬ সালের ৪ জানুয়ারি। টুর্নামেন্টেটির বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। ২০২৫ আসরের ফাইনালে ডেজার্ট ভাইপারসকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল ক্যাপিটালসরা।
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/বিটি
