Connect with us
ক্রিকেট

শেষ ২ ওভারের নাটকীয়তা, ম্যাক্সওয়েলের বীরত্বে জিতল অস্ট্রেলিয়া

Dramatic last 2 overs, Maxwell's heroics lead Australia to victory
ম্যাক্সওয়েলের বীরত্বে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া ছবি- গেটি

অবশেষে জ্বলে উঠলেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ তিন ম্যাচে টানা ব্যর্থতার পর ব্যাট হাতে মূল্যবান রান পেলেন এই মারকুটে ব্যাটার। আর সেটাও এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে। শেষ দুই ওভারের নাটকীয়তার পর ম্যাক্সওয়েলের অপরাজিত ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

আজ শনিবার (১৬ আগস্ট) সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। কেয়ার্নসের কাজালিস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

স্বাগতিকদের পক্ষে একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। ৩৬ বলে ৮চার ও ২ ছক্কায় ৬২ রান করেন এই মারকুটে ব্যাটার। অধিনায়ক মিচেল মার্শ করেন ৩৭ বলে ৫৪ রান। এছাড়া ট্রাভিস হেড ১৯ এবং টিম ডেভিড ১৭ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।



এদিন রানতাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই ৬৬ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে উদ্বোধনী জুটি ভাঙার পরেই বাধে বিপত্তি। এরপর দলীয় ৮৮ রানেই স্বাগতিকদের চতুর্থ উইকেটের পতন ঘটে। এরপর টিম ডেভিড ও ম্যাক্সওয়েলের ৩২ রানের জুটিতে ম্যাচে ফেরে অজিরা। তবে ১২০ রানের মাথায় ডেভিড ফেরার পর একই ওভারে ফিরে যান অ্যারন হার্ডি।

১২২ রান ষষ্ঠ উইকেট পতনের পর বিপদে পরে অস্ট্রেলিয়া। তবে তখনও মাঠে ছিলেন ম্যাক্সওয়েল। একপ্রান্ত আগলে একাই এগিয়ে নেন রানের গতি। শেষ ২ ওভারে অজিদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান, হাতে ছিল ৪ উইকেট। তবে ১৯তম ওভারে পরপর দুই বলে দুটি উইকেট হারায় স্বাগতিকরা। সেই ওভারে আসে কেবল ২ রান। শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৬ বলে ১০ রান। ম্যাক্সওয়েল প্রথম ৫ বলে দুই চারের মারে ১০ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

প্রোটিয়াদের পক্ষে ৩টি উইকেট শিকার করেন করবিন বস। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কেয়োনা মাফাকা। এছাড়া একটি উইকেট নেন এইডেন মার্করাম।

এর আগে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। তবে আজও মিডলে হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস-ট্রিস্টান স্টাবসরা। আগের ম্যাচে সেঞ্চুরি করা ব্রেভিস আজ ২৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন। ট্রিস্টান স্টাবস করেন ২৩ বলে ২৫ রান। এছাড়া ফন ডার ডুসেন ২৬ বলে ৩৭ এবং প্রিটোরিয়াস ১৫ বলে ২৪ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেট শিকার করেন নাথান এলিস। এছাড়া দুটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা: ১৭২/৭ (২০ ওভার)
অস্ট্রেলিয়া: ১৭৩/৬ (১৯.৫ ওভার)
ফলাফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট