Connect with us
ফুটবল

২২ দিন পর মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল লিগ

ঘরোয়া ফুটবল
ঘরোয়া ফুটবল। ছবি: সংগৃহীত

২২ দিনের বিরতি শেষে আবার গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা ‘বাংলাদেশ ফুটবল লিগ’। জাতীয় দলের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির কারণে স্থগিত থাকা লিগটি আবার শুরু হচ্ছে রোববার থেকে।

চলতি মৌসুমের লিগ শুরু হয়েছিল ২৬ সেপ্টেম্বর। শুরুতেই উত্তাপ ছড়ালেও দুই দিনেই পাঁচটি ম্যাচের পর থেমে যায় প্রতিযোগিতা। এই ছোট পরিসরের প্রথম পর্বেই ঘটেছে বেশ কিছু অঘটন। গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব হেরে বসে নতুম ফর্টিস এফসির কাছে ২-০ গোলে। বসুন্ধরা কিংসও জয় পায়নি তারা নবাগত পিডব্লিউডির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। আবাহনী লিমিটেডও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আটকে যায়।

অর্থাৎ লিগের বড় তিন দলই শুরুটা করেছে প্রত্যাশার নিচে, তাই দ্বিতীয় রাউন্ড তাদের জন্য এখন অনেকটা পরীক্ষার মঞ্চ। আগামী রোববার মাঠে নামছে দলগুলো। মানিকগঞ্জের নতুন ভেন্যুতে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও ইয়ংমেন্স ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড, আর গাজীপুরে পুলিশ এফসির বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান।



গত কয়েক মৌসুম ধরে লিগের ম্যাচ সাধারণত শুক্র ও শনিবারে অনুষ্ঠিত হচ্ছিল। তবে এবারের লিগে সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। জাতীয় দলের ব্যস্ততার কারণে সময়ের ঘাটতি পুষিয়ে নিতে সপ্তাহের অন্যান্য দিনেও ম্যাচ রাখা হয়েছে। সোমবারও থাকবে দুটি খেলা। বসুন্ধরা কিংস নিজেদের মাঠে খেলবে ফর্টিস এফসির বিপক্ষে, আর মানিকগঞ্জে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ।

ফুটবলপ্রেমীদের আশা, বিরতির পর নতুন ভাবে মাঠে ফিরবে দলগুলো। এখন দেখার বিষয়, শুরুতেই হোঁচট খাওয়া বড় দলগুলো কতটা ঘুরে দাঁড়াতে পারে এবং নতুন ভেন্যু ও সূচির পরিবর্তন লিগে কতটা ভারসাম্য আনে। এবারের মৌসুমে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল