বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টে অসাধারণ ব্যাটিংয়ের পর ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়। তবে ব্যক্তিগত দুইশো ছুঁতে না পারায় কিছুটা হতাশ তিনি। ম্যাচ শেষে ডাবল সেঞ্চুরি করতে না পারার একটা আক্ষেপ তার কথাতেই প্রকাশ পেয়েছে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় জয় বলেন, “দুইশো করতে পারিনি বলে একটু খারাপ লাগছে। তবু যেভাবে ব্যাট করেছি, সেটা নিয়ে বেশ খুশি। তবে ভবিষ্যতে সুযোগ আসলে সেটা পূরণ করার চেষ্টা করবো।
জয় আরও বলেন, মুশফিক ভাইকে নিয়েও আমরা খুবই আনন্দিত, তিনি শততম টেস্ট খেলতে যাচ্ছেন। উইকেট ভালো ছিল, তাই সহজভাবে ব্যাট করার চেষ্টা করেছি। শতক পেরোনোর পর কয়েকটা বল মারতে গিয়েছিলাম, তখন মমিনুল ভাই বলেছে ইনিংসটা আরও বড় করতে।”
অবশ্য, আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি স্বীকার করেছেন, পুরো ম্যাচেই বাংলাদেশ তাদের চেয়ে এগিয়ে ছিল। তিনি বলেন, “এটা আমাদের জন্য কঠিন ছিল। বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। বড় ইনিংস কীভাবে গড়া যায়, তারা সেটাই দেখিয়েছে। তবে আমরা লড়াই করার চেষ্টা করেছি, কিছু মুহূর্তে সেটা দেখাও গেছে। কিন্তু ধারাবাহিকভাবে ভালো করতে পারিনি। আমাদেরকে ধারাবাহিকভাবে আরও ভালো করতে হবে।”
বালবার্নি আরও জানান, তাদের খেলোয়াড়রা লড়াই করার মানসিকতা রাখে, তবে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে তা অবিশ্বাস্য। আমাদেরও সেই সক্ষমতা আছে। সেজন্য আরও কঠিন কন্ডিশনেও আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে। “আমাদের আরও বেশি বেশি ম্যাচ খেলতে হবে, বিশেষ করে লাল বলে।
তিনি আরও বলেন, টেস্ট খেলা হচ্ছে লম্বা সময় ধরে ব্যাটিং-বোলিং করা। তাই আমাদের দীর্ঘ সময় ব্যাটিং আর বোলিং করার ক্ষমতা বাড়াতে হবে। পরবর্তী ম্যাচে আরও ভালো করার ব্যাপারে আশাবাদও প্রকাশ করেছেন আইরিশ অধিনায়ক।
আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/টিএ