Connect with us
ক্রিকেট

মুস্তাফিজ-তানজিমদের বাদ দেওয়ার কারণে হেরেছে বাংলাদেশ?

Did Bangladesh lose by excluding Mustafiz-Tanjim
শেষ ম্যাচে একাদশে ৫ পরিবর্তন এনেছিল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের পর লক্ষ্য ছিল শেষ ম্যাচে জয় নিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করা। সেই মিশনে খেলতে নেমে ব্যর্থ হয়েছে লিটন দাসের দল। শেষ ম্যাচে সফরকারীদের কাছে ৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

এই ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। তাদের জায়গায় দলের সুযোগ করে নেন তানজিদ তামিম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

এদিন মিরপুরে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। আগে বোলিংয়ে নেমেই মুস্তাফিজ-তানজিমদের অভাব টের পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ১১০ রানে এবং দ্বিতীয় ম্যাচে টার্গেটে ব্যাট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায়।

আরও পড়ুন:

» হোয়াইটওয়াশ করা হলো না, র‌্যাঙ্কিংয়ে তলানীতেই থাকলো বাংলাদেশ

» ৮ দল নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ, ভেন্যু কোথায়? 

তবে শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৭৮ রানের বড় পুঁজি গড়ে পাকিস্তান। যা সবশেষ দুই ম্যাচের তুলনায় অনেক বেশি। এই ম্যাচে প্রথমে টাইগারদের বোলিং দ্বিতীয় ইনিংস শুরুর আগেই অনেক বড় ব্যবধান গড়ে দেয়।

অবশ্য ব্যাটিংয়ে বেশ হতাশ করেছে বাংলাদেশ। পারভেজের জায়গায় সুযোগ পাওয়া তানজিম তামিম আর রানের খাতাই খুলতে পারেননি। এই সিরিজে দুই ইনিংসে তার রান ১। অন্যদিকে নাঈম শেখ টানা দ্বিতীয় সুযোগ পেয়েও ব্যর্থ হন। ১৭ বলে ১০ রান করেন এই ওপেনার।

এছাড়া মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, শামীম হোসেন, এমনকি দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় জাকের আলীও এ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। আর টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতার কারণেই জয়ের পথ থেকে ছিটকে যায় টাইগাররা।

অবশ্য বাংলাদেশের এমন হারের পেছনে একাদশ নির্বাচনকেই দায়ী করছেন অনেক সমর্থকেরা। এ নিয়ে ম্যাচশেষে গণমাধ্যমে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে অনেককে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১৬.৪ ওভারে ১০৪ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানের জয় নিয়ে সিরিজ শেষ করে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট