গত ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে এসেছে বড় পরিবর্তন। পুরনো সব মুখের বদলে দেখা গেছে নতুন মুখ। সাবেক ক্রিকেটারদের বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর।
আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র থেকে ফিরে মিরপুরে আসিফ সাংবাদিকদের বলেন, ‘বুলবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। এখন সাবেক ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। রাজ্জাক, পাইলট এসেছে। ট্যাকটিকাল দিকগুলো উন্নত হবে। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে ক্রিকেটাররা বোর্ডে আসছে। যারা সংগঠক, ক্লাব কিংবা বিভাগীয় পর্যায়ে কাজ করেন। সংগঠকেরাই তো আসল। তারা অর্থনৈতিক ব্যাপারে সাপোর্ট দেবেন। অনেকে মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।’
এবারের বিসিবি নির্বাচনে সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক ও মোহাম্মদ শাখাওয়াত হোসেন হয়েছেন সহসভাপতি। চমক হয়ে বোর্ডে এসেছেন আসিফ আকবর। গায়ক থেকে বিসিবি পরিচালক বনে যাওয়া আসিফ পেয়েছেন বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্টের দায়িত্ব। খালেদ মাসুদ পাইলট হয়েছেন এইচপির চেয়ারম্যান। আবদুর রাজ্জাক নারী ক্রিকেটের দায়িত্বে এসেছেন।
‘বয়সভিত্তিক দলে কাজ করতে কী উদ্দীপনা কাজ করছে আসিফ আকবরের’ এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘বাচ্চাদের ব্যাপারটা কী? বাচ্চাদের চিনি না, কিন্তু তারা দেশের ভবিষ্যৎ। বাচ্চাদের ব্যাপারটা হচ্ছে আপনারা যদি আমার গানের ক্যারিয়ার দেখেন, বাংলাদেশের সব তরুণ গায়ক-গায়িকা-পরিচালকদের সঙ্গে কাজ করে এসেছি। তরুণদের সঙ্গে থাকাটা মূলত নিজের তারুণ্য ধরে রাখা।’
বয়সভিত্তিক দলে কাজ করেই দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করতে চান আসিফ আকবর। এ বিষয়ে তিনি বলেন, ‘বাচ্চারা খেলবে। বাচ্চারা ভবিষ্যতেই বড় ক্রিকেটার হবে। বয়সভিত্তিক দলে কাজ যারা করেন, তারা ভবিষ্যতের ক্রিকেটার তৈরি করবেন। সেখানে আমাদের বর্তমান ক্রিকেটার, ভবিষ্যৎ প্রজন্ম থাকবে যাতে পাইপলাইনে মাত্র একজন ক্রিকেটার না থাকে।’
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/এআই