Connect with us
ফুটবল

আগামী বিশ্বকাপেও প্রিয় বন্ধু মেসিকে মাঠে দেখতে চান ডি মারিয়া

লিওনেল মেসি ও ডি মারিয়া। ছবি- সংগৃহীত

আগামী বিশ্বকাপে লিওনেল মেসির খেলা এখনও অনিশ্চিত। সিদ্ধান্তটা অনেকটাই নির্ভর করছে তার নিজের উপর। তবে আর্জেন্টিনার সাবেক সতীর্থ আনহেল ডি মারিয়া চান, মেসি যেন খেলেন ২০২৬ সালের আসরে।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ডি মারিয়া। তবে মেসির ক্ষেত্রে তিনি এখনই অবসরের পক্ষে নন। তার মতে, মেসির উপস্থিতিই জাতীয় দলের শক্তি বাড়িয়ে দেয়।

এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, মেসির অবশ্যই খেলা উচিত। বিশ্বকাপের সময় তার ফর্ম বা অবস্থা কেমন থাকবে, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। মেসি এমন একজন খেলোয়াড়, যার থাকা মানেই দলের শক্তি বৃদ্ধি। ডিয়েগো ম্যারাডোনা খেললে যেমন প্রভাব পড়ত, ঠিক তেমনই।



তিনি যোগ করেন, মেসি অনন্য। কারও সঙ্গে তুলনা চলে না। মনে হয় তিনি ভিন গ্রহের প্রাণী। আমরা তার খেলা উপভোগ করতে চাই। আশা করি, বিশ্বকাপের সময় মেসি সেরা ফর্মে থাকবেন। এখন আমি ইন্টার মায়ামির খেলা দেখি শুধু মেসির জন্যই। আগে কখনও মেজর লিগ সকার দেখিনি, অথচ এখন আমার কাছে সিজন টিকিট আছে।

২০০৮ সালের অলিম্পিকে আর্জেন্টিনার সোনাজয়ী দলে ছিলেন মেসি ও ডি মারিয়া। সর্বশেষ বিশ্বকাপজয়ী দলেও ছিলেন দুজন। পাশাপাশি একাধিকবার কোপা আমেরিকা জিতিয়েছেন তারা। যুব পর্যায় থেকেই জাতীয় দলে একসঙ্গে খেলে আসা এই দুই ঘনিষ্ঠ বন্ধু সব সময় একে অপরের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন।

তাই আগামী বিশ্বকাপেও প্রিয় বন্ধুকে মাঠে দেখতে চান ডি মারিয়া। তার বিশ্বাস, ৩৮ বছর বয়সী মেসিই আবারও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে পারবেন।

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল