Connect with us
ক্রিকেট

তাসকিনকে দলে নিয়ে ড্রাফটের আগেই বিপিএলে ঢাকার চমক

Taskin Ahmed
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

বিপিএলের গেল আসরে প্রথমবারের মতো দল নিয়েছিল সিনেমা জগতের অন্যতম তারকা শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। অবশ্য প্রথম আসর খুব একটা ভালো ছিল না ফ্র্যাঞ্চাইজির। আর তাই গেল বারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগে ভাগেই শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটাল।

ইতোমধ্যে আসন্ন বিপিএলের রোডম্যাপ অনেকটাই চূড়ান্ত। আগামী মাসের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা এবারের বিপিএল। আর তাই বিসিবির থেকে চূড়ান্তভাবে দলের মালিকানা পাওয়ার পরেই ক্রিকেটার টানতে শুরু করেছে দলগুলো। সেই তালিকায় এবার টাইগার স্পিড স্টার তাসকিন আহমেদকে ড্রাফটের আগেই দলে নিয়ে চমক দেখালো ঢাকা।

বিপিএলের সর্বশেষ আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন। কয়েকটি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। এবার অবশ্য সেই ফ্র্যাঞ্চাইজিটি নেই আসন্ন প্রতিযোগিতায়। এই সুযোগে তাসকিনের সঙ্গে চুক্তি সেরে ফেলছে ঢাকা। তাসকিনকে দলে নেওয়ার বিষয়টি একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির একজন কর্মকর্তা। 



এবারের আসরে দলের মালিকানা পাওয়ার বিষয় চূড়ান্ত হওয়ার পর নিজেদের প্রথম ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদকে দলে ভেড়ালো ঢাকা। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত এমন এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে টাইগার স্পিডস্টার তাসকিনের সঙ্গে এরই মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে তাদের। সব ঠিক থাকলে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

আসন্ন বিপিএলের জন্য চূড়ান্ত হয়েছে পাঁচ দল। যার মধ্যে পুরনো পরিচয়ে ফিরছে কেবল দুটি ফ্র্যাঞ্চাইজি। বাকি তিন দলে নতুন মালিকানা। চূড়ান্ত ফ্রাঞ্চাইজি— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়েলস। আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা এবারের বিপিএল। তার আগে চলতে নভেম্বরেই হবে প্লেয়ার্স ড্রাফট।

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট