Connect with us
ক্রিকেট

বিপিএলে ঢাকার শক্তি টপ অর্ডার আর অলরাউন্ডার

টপ অর্ডার আর অলরাউন্ডারেই ভরসা ঢাকার। ছবি: সংগৃহীত

নানা আলোচনা ও সমালোচনার পর মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে আছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় দলগুলোর শক্তিমত্তা–দুর্বলতা নিয়ে আলোচনাও কম নয়। তবে ঢাকার শক্তিমত্তা তাদের অলরাউন্ডার। দলের সহকারী কোচ এমনটাই জানিয়েছেন।

কাগজে–কলমে ঢাকার দলটি বেশ ভারসাম্যপূর্ণ। টপ অর্ডারে অভিজ্ঞ বিদেশি ব্যাটার, মাঝের দিকে একাধিক অলরাউন্ডার এবং বোলিংয়ে পরীক্ষিত পেস আক্রমণ সব মিলিয়ে দল গঠনেও যথেষ্ট পরিকল্পনার ছাপ রয়েছে।

ঢাকার ব্যাটিংয়ের মূল ভরসা টপ অর্ডার। রহমানউল্লাহ গুরবাজ ও অ্যালেক্স হেলস এই দুই ওপেনার শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। টি–টোয়েন্টি ক্রিকেটে হেলসের অভিজ্ঞতা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ক্রিস গেইলের রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। গুরবাজের আগ্রাসী ব্যাটিংও ঢাকাকে দ্রুত রান তোলার সুযোগ করে দিতে পারে।



তবে ঢাকার সবচেয়ে বড় শক্তির জায়গা অলরাউন্ডাররা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন, নাসির হোসেন ও তোফায়েল আহমেদ তিনজনই ব্যাট–বল দুই বিভাগেই অবদান রাখতে পারেন। বিদেশিদের মধ্যে দাসুন শানাকা ও ইমাদ ওয়াসিম ঢাকার স্কোয়াডকে দিয়েছে বাড়তি গভীরতা। এছাড়াও পার্টটাইম বোলার হিসেবে সাইফ হাসান ও শামীম হোসেনর সুবিধাও নিতে পারবে দল।

অন্যদিকে বোলিং বিভাগে ঢাকার তুরুপের তাস তাসকিন আহমেদ। বিপিএলের ইতিহাসে সাকিব আল হাসানের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার। পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটও তাঁরই। গত আসরে রাজশাহীর হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের একজন ছিলেন তাসকিন। একই ছন্দ ধরে রাখতে পারলে এবারের আসরেও তিনি ঢাকার বড় ভরসা।

এছাড়া তাসকিনের সঙ্গে পেস বিভাগে আছেন সাইফউদ্দিন ও তরুণ মারুফ মৃধা। স্পিনে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে ইমাদ ওয়াসিম ও আফগান স্পিনার জুবায়েরউল্লাহ আকবারি ঢাকার বোলিং আক্রমণকেও গভীরতা দিচ্ছে।

তবে ঢাকার দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার। মিডল অর্ডার নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও নাসির হোসেন তিনজনই অভিজ্ঞ হলেও দীর্ঘদিন জাতীয় দলের সাবেক নেই। এদিকে ফিনিশার হিসেবে শামীম হোসেনের ওপর বড় ভরসা থাকলেও তাঁর সাম্প্রতিক ফর্মও ঢাকার জন্য যথেষ্ট উদ্বেগের কারণ।

সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালসের শক্তির জায়গা টপ অর্ডার ও অলরাউন্ডারদের গভীরতা।

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট