Connect with us
ক্রিকেট

শামীমের ঝোড়ো ব্যাটিংয়ের দিনে ঢাকার হার

DHAKA VS SYLHET
ঢাকা বনাম সিলেট। ছবি: সংগৃহীত

দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ। বিরতির পর এক রোমাঞ্চকর ম্যাচ দেখলো ভক্তরা। ১২ বলে ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ৪৫ রান, উইকেট বাকি মাত্র ২টি। কঠিন এই সমীকরণে একাই লড়লেন শামীম হোসেন। তবে ভাগ্য যেন সহায় ছিল না তার, দল হেরেছে ৬ রানে।

দুই দিন বিরতির পর এই ম্যাচ দিয়েই আবার শুরু হয় বিপিএল। খেলা শুরুর আগে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও মাঠে উপস্থিত বাকিরা।

আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৬ রানে হারিয়েছে সিলেট। ম্যাচে আগে ব্যাট করে ১৭৩ রানের পুঁজি পায় সিলেট। জবাবে শামীমের লড়াকু ব্যাটিংয়ের পরও ১৬৭ রানে থামে ঢাকার ইনিংস।



ছয় নম্বরে নেমে ৯ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন শামীম। ১৩৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই বাঁহাতি ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। একইসঙ্গে এই ফরম্যাটে ২ হাজার রানও পূর্ণ হয়েছে তার।

আজকের সিলেটের জয়ের নায়ক আজমতউল্লাহ ওমরজাই। গতকাল (বুধবার) রাতে দলের সঙ্গে যোগ দেওয়া এই আফগান অলরাউন্ডার ব্যাট হাতে করেছেন ২৪ বলে ৫০ রান। পরে বল হাতেও ৩ উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ছয় নম্বরে নামা ওমরজাই। তার ঝড়ে শেষ পাঁচ ওভারে ৭৪ রান পায় সিলেট। এছাড়া ৩২ বলে ৪৪ রান করেন ইমন। তবে ভালো করতে পারেনি পাকিস্তানি স্পিন অলরাউন্ডার সাইম আইয়ুব, বয়াট হাতে করেছেন ৩৪ বলে ২৯ রান।

১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। ৮ ওভারে মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৪৬ রানের জুটি গড়েন সাব্বির রহমান ও শামীম। ১৯ বলে ২৩ রান করে সাব্বির ফিরলেও একপ্রান্তে লড়াই করেছেন শামীম।

পরে দলকে একাই টেনে নেন শামীম। তবে শেষ দুই ওভারে ঝড় তুলেও জেতাতে পারেননি তিনি। তিন ম্যাচের সিলেটের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ঢাকার প্রথম পরাজয়।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট