বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নতুন সংঙ্কটে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের মাঝপথেই দলের প্রধান কোচ টবি র্যাডফোর্ডকে হারাল দলটি। টবি র্যাডফোর্ডকে জাতীয় দলের জন্য নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
নতুন দ্বায়িত্ব নিতে গতকাল সকালেই ঢাকা ছেড়েছেন টবি র্যাডফোর্ড। টুর্নামেন্টের শুরুতেই মাঠে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন ঢাকার সিনিয়র সহকারী কোচ মাহবুব আলী জাকি। টবির জায়গায় নতুন করে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গোলাম মর্তুজা।
এদিকে এক বিবৃতিতে এসিবি জানিয়েছে, ‘ইংল্যান্ডের টবি র্যাডফোর্ড একজন পরিচিত ওয়েলস ক্রিকেট কোচ এবং সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার। তিনি মিডলসেক্স ও সাসেক্সের হয়ে খেলেছেন। ইসিবি লেভেল-৪ সনদপ্রাপ্ত এই কোচ ব্যাটিং উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আফগানিস্তান দলে যোগ দিচ্ছেন।’
এসিবি আরও জানিয়েছে, ‘র্যাডফোর্ড ওয়েস্ট ইন্ডিজ দলের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে এবং ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তিনি ক্যারিবীয় দলের সঙ্গে কাজ করেন।’
টবি র্যাডফোর্ডের পাশাপাশি স্ট্রেন্থ ও কন্ডিশনিং (এসঅ্যান্ডসি) ট্রেনার হিসেবে রবার্ট আহমুনকে নিয়োগ দিয়েছে এসিবি। রবার্ট আহমুন একজন অভিজ্ঞ কন্ডিশনিং বিশেষজ্ঞ। তিনি সবশেষ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি) পারফরম্যান্স সায়েন্স ও মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে দলের সাথে যোগ দিবেন সদ্য দ্বায়িত্ব পাওয়া দুই কোচ। রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে ১৯ জানুয়ারি, দ্বিতীয় টি-টোয়েন্টি ২১ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ২২ জানুয়ারি।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/এআই
