ইতোমধ্যে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরে দেশি ক্রিকেটারদের নিয়ে আলোচনায় রয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে প্রতি মৌসুমেই থাকে আলাদা উন্মাদনা। চলতি আসরে সেই উন্মাদনা আরও বাড়িয়েছেন ব্যাটার সাব্বির রহমান।
অভিজ্ঞ এই ক্রিকেটারকে ঘিরে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দর্শক সমর্থন নিয়েও বেশ আশাবাদী ঢিসির কাপ্তান মোহাম্মদ মিঠুন।
শনিবার বিপিএলের দ্বিতীয় দিন রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের লিগ অভিযান শুরু করবে ঢাকা। ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন বলেন, সাব্বিরের মতো জনপ্রিয় খেলোয়াড় দলে থাকা ঢাকার জন্য বাড়তি সুবিধা। সাব্বিরের উপস্থিতি মাঠে আলাদা আবহ তৈরি করবে, যা দলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
অধিনায়ক মিঠুন বলেন, সাব্বিরের মতো জনপ্রিয় একজন খেলোয়াড় আমাদের দলে থাকা অবশ্যই একটা সুবিধা। ওর জন্য আমরা আলাদা একটা সমর্থন পাব। আর টি-টোয়েন্টি ফরম্যাটে সাব্বির খুবই কার্যকরী খেলোয়াড়।
সাব্বির রহমানকে ঘিরে শুধু জনপ্রিয়তা নয়, তার সাম্প্রতিক ফর্মও ঢাকাকে আশাবাদী করে তুলেছে। দীর্ঘ সময় পর আবার বড় মঞ্চে ফেরার সুযোগ পাওয়া এই ব্যাটার নিজের ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন বলেই মনে করছেন অধিনায়ক।
সাব্বিরের ফর্ম নিয়ে মিঠুন আরও বলেন, আমরা চেষ্টা করব, ওর কাছ থেকে যেন সেরাটা বের করে আনা যায়। টিম যদি ওর সেরা পারফরম্যান্সটা বের করতে পারে, তাহলে সেটি আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট হবে। আমি বিশ্বাস করি, সাব্বির এখন ভালো ছন্দে আছে এবং সে এই টুর্নামেন্টে ভালো কিছু করে দেখাবে।
বাড়তি উন্মাদনা নিয়ে মিঠুন বলেন, ঢাকার একটা হাইপ (উন্মাদনা) সবসময়ই থাকে। কিন্তু শেষ কয়েক বছরে হাইপের সঙ্গে পারফরম্যান্সটার মিল ছিল না। এবার আমাদের লক্ষ্য থাকবে- হাইপের সঙ্গে যেন পারফরম্যান্সটারও মিল থাকে।
চলতি মৌসুমে ঢাকার স্কোয়াডে রয়েছেন বেশ কয়েকজন পরিচিত ও অভিজ্ঞ দেশি ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাসির হোসেন, সাইফ হাসান ও তাসকিন আহমেদ। এই স্থানীয় কোরকেই দলের বড় শক্তি হিসেবে দেখছেন অধিনায়ক।
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৫/এসএ


