সবাইকে থমকে দিয়ে না ফেরার দেশে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। বিপিএলের ম্যাচের ঠিক আগ মূহুর্তে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শনিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই পড়ে যান তিনি।
তাৎক্ষণিকভাবে দলের মেডিকেল স্টাফরা সিপিআর দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিপিএলের মিশন শুরু করে ঢাকা ক্যাপিটালস। তবে মাঠের লড়াই শুরুর আগেই দলটির জন্য নেমে আসে গভীর শোকের খবর।
ম্যাচের আগে নিয়মিত প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটারদের গা গরম করাচ্ছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঢাকা ক্যাপিটালস সূত্র জানায়, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।
ঘটনার পরপরই মাঠে উপস্থিত মেডিকেল টিম তাকে সিপিআর দেয়। দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বিপিএল শুরুর আগে মাত্র দুই দিন আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন মাহবুব আলী জাকি। আজ ঢাকার প্রথম ম্যাচের আগে এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো দল। তার মৃত্যুর খবরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শোকের আবহ ছড়িয়ে পড়ে।
মাঠে খেলোয়াড়দের প্রস্তুত করাতে গিয়েই শেষবারের মতো নিজের দায়িত্ব পালন করলেন এই নিবেদিতপ্রাণ কোচ। তার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট হারাল এক পরিচিত মুখকে, আর ঢাকা ক্যাপিটালস হারাল তাদের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে। কেননা ঢাকা ক্যাপিটালসের সকল পরিকল্পনা ঘিরে ছিলেন তিনি। তাই তাকে হারানো ঢাকার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও এক অপূরণীয় ক্ষতি।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/টিএ
