সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের। অভিষেক ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফিজ। তবে তার দুর্দান্ত বোলিংয়ের পরও হেরেছে দুবাই।
শনিবার (৬ ডিসেম্বর) আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে গালফ জায়ান্টসের মুখোমুখি হয় দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে দুবাইকে ৪ উইকেটে হারিয়েছে গালফ জায়ান্টস। তাতে চলতি আসরে প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখল দাসুন শানাকার নেতৃত্বাধীন দলটি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে সেদিকুল্লাহ অতলের ৩৫, জর্দান কক্সের ৩১, ডেভিড উইলির ২৯, দাসুন শানাকার ২৩ ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২০ ওভারে ১৬০ রানের পুঁজি পায় দুবাই। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গালফ।
মাঝারি পুঁজি ডিফেন্ড করতে নেমে শুরুতেই সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই রহমানউল্লাহ গুরবাজের উইকেট তুলে নেন ফিজ। ৬ বলে ৯ রান করে বিদায় নেন এই আফগান তারকা। এরপর পাথুম নিশাঙ্কার ঝোড়ো ব্যাটিংয়ে ৫ ওভারেই ৫০ রান তুলে নেয় গালফ।
পাওয়ারপ্লের শেষ ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওভারের শেষ বলে থার্ডম্যানে ক্যাচ তুলে দেন জেমস ভিন্স। তবে সহজ ক্যাচ মিস করেন ডেভিড উইলি। তাতে দুবাইয়ের জন্য চাপ আরও বাড়তে থাকে। এরপর নিসাঙ্কার মারকুটে ব্যাটিংয়ে ১১ ওভারেই দলীয় শতরানে পৌঁছে যায় গালফ।
ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওভারের প্রথম বলেই বিপজ্জনক নিশাঙ্কাকে ফেরান ফিজ। ছয় মারতে গিয়ে লং অফে ধরা পড়েন তিনি। ৩১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওই ওভারে উইকেটসহ মাত্র ২ রান খরচ করেন ফিজ।
পরের ওভারে এসে মঈন আলীর (২) উইকেট তুলে নেন শানাকা। তাতে ১১২ রানে তৃতীয় উইকেট হারায় দলটি। এরপর ১৫তম ওভারে ১২ রান দিয়ে আজমতউল্লাহ ওমরজাইয়ের (১৪) উইকেট তুলে নেন শানাকা। ১৬তম ওভারে বোলিংয়ে এসে ৪ রান খরচ করেন ফিজ।
শেষ ৪ ওভারে গালফের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। তখনও ক্রিজে ছিলেন জেমস ভিন্স। তার অপরাজিত ৫০ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় গালফের। দুবাইয়ের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন মুস্তাফিজ। এছাড়া শানাকা ২টি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর :
দুবাই ক্যাপিটালস : ১৬০/৬ (২০ ওভার)
গালফ জায়ান্টস : ১৬১/৬ (১৮.৫ ওভার)
ফলাফল : গালফ জায়ান্টস ৪ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/বিটি