
চলতি পিএসএলের প্রথম এলিমিনেটর ম্যাচে আজ (বৃহস্পতিবার) করাচি কিংসের মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে করাচি কিংস।
এদিন লাহোরের হয়ে বাংলাদেশিদের মধ্যে মূল একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজের জায়গা হয়নি। কিন্তু সাকিব দলে জায়গা চার ওভার বোলিংয়ের সুযোগ পাননি। দারুণ বোলিংয়ের পরও তাকে দিয়ে কেবল ১ ওভার বোলিং করিয়েছেন অধিনায়ক শাহিন আফ্রিদি।
এদিন ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় করাচি কিংস। পাওয়ার-প্লেতে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলে নেয় তারা। পাওয়ার-প্লে শেষেই বোলিংয়ে আসেন সাকিব। আর বোলিংয়ে এসেই উইকেট তুলে নেন এই স্পিনার।
আরও পড়ুন :
» রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানছেন লুকা মদ্রিচ
» রাকিবুলের দুর্দান্ত বোলিংয়ে লিড নিয়েও বিপদে বাংলাদেশ
সপ্তম ওভারের শেষ বলে তার শিকার জেমস ভিন্স। মিডল স্টাম্পের বল উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন এই ইংলিশ ব্যাটার। চলতি পিএসএলে এটাই তার প্রথম উইকেট। তাছাড়া বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামার পর আজই প্রথম উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। এরপর আর বোলিংয়ে আনা হয়নি তাকে।
এদিকে করাচির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৫ রান করেন ডেভিড ওয়ার্নার। ৫২ বলে ৮ চার ও ৩ ছক্কার মারে এই ইনিংস খেলেন ওয়ার্নার। এছাড়া কুশদিল শাহ ১৪ বলে ২৭, ইরফান খান নিয়াজি ১২ বলে ১৮ রান করেন।
লাহোরের হয়ে হ্যারিস রউফ ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া শাহিন আফ্রিদি চার ওভারে ৪৭ রান দিয়ে নেন ২ উইকেট।
ক্রিফোস্পোর্টস/২২মে২৫/বিটি
