Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ থেকে বিদায় নিলেও এখনই দেশে ফেরা হচ্ছে না লিটনদের

Despite exiting the Asia Cup, Liton and his teammates are not returning home just yet.
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- এসিসি

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে সুপার ফোরেই স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের কাছে সুপার করে শেষ ম্যাচে হেরে বিদায় নিয়েছে টাইগাররা। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এখনই দেশে ফেরা হচ্ছে না লিটনদের। 

মূলত এশিয়া কাপ শেষেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতের মাটিতেই। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। আর সপ্তাহখানেক বাদেই মাঠে গড়াবে এই সিরিজ। যে কারণে এখন দেশে ফেরা হচ্ছে না লিটনদের।

গতকাল শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দুবাইয়ে এশিয়া কাপের শেষ ম্যাচটি খেলেছে টাইগাররা। এবার শারজায় পাড়ি জমাবে তারা। সেখানেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।



আগামী ২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ৩ ও ৫ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েটি সিরিজ শেষে আবুধাবিতে পাড়িতে জমাবে দুই দল। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৮, ১১ ও ১৪ অক্টোবর যথাক্রমে সিরিজের সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। অন্যদিকে এশিয়া কাপের দল নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের দল এখনো ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে গতকাল (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অলিখিত এই সেমিফাইনালে আগে বোলিং করতে নেমে পাকিস্তানকে ১৩৫ রানেই আটকে দেয় বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে বেশ হতাশ করেছে তারা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১২৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ১১ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত হয় পাকিস্তানের।

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট