
এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন হংকংয়ের ফরাসি বংশোদ্ভূত খেলোয়াড় রাফায়েল মার্কিস।
যোগ করার সময়ের শেষ মুহূর্তে তার গোলে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। পুরো ম্যাচ জুড়ে দারুন নৈপুণ্য দেখানো রাফায়েল জানালেন ঢাকা সফরে নিজের হতাশার কথা। নিয়ম অনুযায়ী ম্যাচসেরা হওয়া খেলোয়াড়কে ম্যাচের বল উপহার দেওয়া হয়। যা স্মৃতি হিসেবে রেখে দেন সেই খেলোয়াড়রা। তবে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলায় ম্যাচসেরা হয়ে চেয়েও বল পাননি মার্কিস।
বল না পাওয়া নিয়ে এবার ক্ষোভপ্রকাশ করে হংকং-এর সংবাদমাধ্যম মরনিং পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফায়েল মার্কিস বলেছেন, ‘আমি বলটি চেয়েছিলাম কিন্তু তারা আমাকে দিতে রাজি ছিল না। আমি বলবয়দের কাছেও গিয়েছিলাম, কিন্তু কেউই তা দিতে চায়নি।’
ফিরতি লিগের ম্যাচে আগামীকাল স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে হামজা – সোমিত – জামালরা। বৃহস্পতিবারের ম্যাচেরও মতো আগামীকাল বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন দারুন ছন্দে থাকা মার্কিস। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৫ গোল করেছেন ২৪ বছর বয়সী এই ফরাসি বংশোদ্ভূত ফুটবলার।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/এআই
