Connect with us
ফুটবল

আবেগপ্রবণ হয়ে দেম্বেলের ব্যালন ডি’অর গ্রহণ, বোনমাতির ইতিহাস

ওসমান দেম্বেলে- বনমাতি। ছবি- সংগৃহীত

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) প্যারিসে ঘোষণা করা হয়েছে সর্বোচ্চ ব্যক্তিগত ফুটবল পুরস্কার ব্যালন ডি’অর। এবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ী ওসমান দেম্বেলে লামিনে ইয়ামালকে পিছে ফেলে তুলে নিলেন এই ট্রফি। মেয়েদের ব্যালন ডি’অর জয়ী হিসেবে তৃতীয় বারের মতো বোনমাতির হাতে উঠলো এবারের ট্রফি।

সুঠাম দেহের অধিকারী শক্তপোক্ত ওসমান দেম্বেলে, যেন তাকে দমানো যায় না, তবে সেটা বাইরের দিক থেকে। বাইরে তিনি যতটা শক্ত ভিতরে তিনি ততই কোমল, তারই প্রকাশ ঘটলো ব্যালন ডি’অর ট্রফি গ্রহণের সময়। আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন এই ফরাসি তারকা।

সাফল্যের সব গণ্ডি পেরিয়ে সে যেন চূড়ান্তে। মঞ্চের দিকে পা বাড়ালে “ওসমান, ওসমান” বলে ভেসে আসে জয়ের ধ্বনি। আসবেই বা না কেন, ঘরের ছেলে, দলকে এনে দিয়েছে একাধিক শিরোপা। প্রথমবারের মতো পূরণ করেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন।



মঞ্চে কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে ৩০ জন ব্যালন ডি’অর প্রত্যাশী খেলোয়াড়দের নাম। তার মধ্যে চূড়ান্ত করা হয়েছে দেম্বেলে ও লামিনকে। লামিনকে পিছে ফেলে ট্রফির উদ্দেশ্যে মঞ্চের দিকে গেলে হাততালি দিতে থাকে লামিনও। মঞ্চে উঠে নিজের মাকে ডেকে নেন ওসমান। কান্নামাখা কণ্ঠে আবেগঘন পরিবেশে ব্যালন ডি’অর গ্রহণ করেন তিনি।

অপরদিকে নারী ব্যালন ডি’অর উঠলো বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতির হাতে। এবারের ব্যালন ডি’অর জয় করে নতুন ইতিহাস গড়লেন বোনমাতি। তার হাতে তিন বারের মতো উঠলো এই ট্রফি। এ পর্যন্ত মেয়েদের ব্যালন ডি’অর বোনমাতি ছাড়া কেউ তিনবার জেতেনি এই ট্রফি। ব্যালন ডি’অরে যেন বার্সার একক আধিপত্য। ছেলেদের ও মেয়েদের সব মিলিয়ে ১৭ বার এই ট্রফি বার্সেলোনার খেলোয়াড়দের হাতে ওঠে। যেখানে মেসি একাই ৬ বার ব্যালন ডি’অর জিতেছেন এবং বোনমাতি তিনবার।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল