Connect with us
ফুটবল

দেম্বেলের জোড়া গোলে শীর্ষে পিএসজি

ওসমান দেম্বেলে। ছবি: সংগৃহীত

দলবদল ঘিরে গুঞ্জন, ব্যালন ডি’অর নিয়েও ছিল বিতর্ক। তবে সবকিছুর জবাব মাঠেই দিলেন উসমান দেম্বেলে। জোড়া গোলে ভর করে লিলকে ৩–০ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। এই জয়ে দুই ম্যাচ পর জয় পেল পিএসজি, সঙ্গে ফিরে পেল লিগ ওয়ানের শীর্ষস্থানও।

শুক্রবার রাতে পার্ক দে প্রিন্সে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ১২ মিনিটেই লিড এনে দেন দেম্বেলে। বক্সের বাইরে থেকে নেওয়া তার জোড়ালো শট ঠেকানোর কোনো সুযোগই পাননি লিল গোলরক্ষক। ব্যবধান বাড়াতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি দ্বিতীয়ার্ধে। বিরতির পর ৬৩ মিনিটে চার ডিফেন্ডারের মাঝখান থেকে জায়গা করে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা ব্রাডলি বার্কোলা তৃতীয় গোলটি করে লিলের জয়ের আশা শেষ করে দেন। শেষ পাঁচ ম্যাচে দেম্বেলের এটি চতুর্থ গোল, যেখানে তার আগের আট ম্যাচে গোলের খাতা ছিল শূন্য। শত সমালোচনার পরেও তিনি মাঠের পারফরম্যান্স দিয়েই সমালোচকদের জবাব দিয়েছেন।



এদিকে, দলবদল ইস্যুতে গত সপ্তাহে ফরাসি সংবাদমাধ্যমে দেম্বেলের নতুন চুক্তি প্রত্যাখ্যানের খবর প্রকাশ হয়েছিল। কোচ লুইস এনরিকে সেটিকে অপপ্রচার বলেছিলেন। ভাবা হয়েছিল মাঠে নামার আগে দেম্বেলেকে ঘিরে সমালোচনা হয়তো তার মাঠেত পারফরম্যান্সেও প্রভাব পড়বে। কিন্তু মাঠের পারফরম্যান্সে দেম্বেলে দেখিয়ে দিলেন, এসব আলোচনা তার মনোযোগে কোনো প্রভাব ফেলেনি। বাইরে যতই আলোচনা সমালোচনা হোক সেটার জবাব দেম্বেলে দিয়েছেন মাঠের পারফরম্যান্সের মধ্য দিয়েই।

প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ফরাসি কাপে হারের পর এই জয়টা পিএসজির জন্য ছিল বাড়তি স্বস্তির। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা লেন্সকে দুই পয়েন্টে পেছনে ফেলে লিগের শীর্ষে উঠেছে। এক ম্যাচ কম খেলা লেন্স আছে দ্বিতীয় স্থানে। আর এই হারের মধ্য দিয়ে ১০ পয়েন্ট পিছিয়ে চতুর্থ অবস্থানেই থাকল লিল।

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল