Connect with us
ফুটবল

প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জয় দেম্বেলের

দেম্বেলে। ছবি- সংগৃহীত

গতরাতে (২২ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। তালিকার শীর্ষে থাকা দেম্বেলে ও লামিনের মধ্যে লামিনে ইয়ামালকে পিছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন পিএসজি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে।

সোমবার রাতে প্যারিসে আয়োজিত ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন ব্যালন ডি’অর হাতে তুলে নেন ২৮ বছর বয়সী ফরাসি ফুটবলার দেম্বেলে। ভক্তদের গুঞ্জনকেই সত্যি করে বহুল আকাঙ্ক্ষিত এই পুরস্কার উঠলো তার হাতেই।

এমবাপ্পে পিএসজি ছাড়ার পর দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে নেন দেম্বেলে। তিনি সফলভাবে সেই দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরেই প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি। ওই মৌসুমে তিনি করেছেন ৩৫ গোল, সঙ্গে ১৬টি অ্যাসিস্ট। ফরাসি লিগ ওয়ান, কাপ ও সুপার কাপ মিলিয়ে দলকে এনে দিয়েছেন একাধিক ঘরোয়া শিরোপা। সুপার কাপে তার একটি গোলেই জয় পায় দল।



অন্যদিকে ১৮ বছর বয়সী প্রতিভাবান উইঙ্গার লামিনে ইয়ামালও ছিলেন দুর্দান্ত ফর্মে। বার্সেলোনার হয়ে খেলতে নেমে দলকে এনে দিয়েছেন লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা। পুরো মৌসুমে ৫৫ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট।

তার এই ঝলকানো পারফরম্যান্সই তাকে দেম্বেলের প্রতিদ্বন্দ্বী বানিয়েছে এবং সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের দাবিদার হিসেবে জায়গা করে দিয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল