Connect with us
ক্রিকেট

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি!

ভারত-পাকিস্তান। ছবি- সংগৃহীত

পেহেলগাঁও কাণ্ডের জেরে এশিয়া কাপ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে শনিবার এশীয় ক্রিকেট সংস্থার (এএসিসি) প্রধান মহসিন নকভি নিশ্চিত করেছেন যে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং এতে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে খেলায় আপত্তি তুলেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ বাতিল করতে।

‘রিপাবলিক টিভি’-তে এক সাক্ষাৎকারে শ্রীসন্থ বলেন, আমি ক্রিকেট ভালবাসি, কিন্তু দেশ সবার আগে। পাকিস্তানের প্রতি কোনও সহানুভূতি দেখানো উচিত নয়। ভারতের কাউকে কিছু প্রমাণ করার নেই। আমার মতে, পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা উচিত নয়। এখন দেশভক্তি সবার আগে।



তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচকে অনেকে ব্যবসার দিক থেকে দেখে। কিন্তু এ বার ব্যবসা নয়, আগে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। এখন মানুষকে আনন্দ দেওয়ার সময় নয়।


আরও পড়ুন

»একনজরে আজকের খেলা (২৭ জুলাই ২৫)

»এশিয়া কাপের আগে কতটা গোছালো বাংলাদেশ?


আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের টুর্নামেন্টটি আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

এশিয়া কাপের সবশেষ আসরে অংশ নিয়েছিল ৬টি দল। তবে এবারের আসরে ২ দল বেড়ে মোট ৮ দল অংশ নেবে। এই দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপে ‘এ’ তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট