ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলাম সামনে রেখে আজ (১৫ নভেম্বর) বিকেলের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করতে হবে। এরইমধ্যে চূড়ান্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে মুস্তাফিজের সাবেক ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। নিলামের আগের মুস্তাফিজের দুই তারকা সতীর্থকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
আইপিএলের নিলামের আগে দুই তারকা ওপেনার ফাফ ডু প্লেসি ও জ্যাক ফ্রেজার–ম্যাকগার্কে ছেড়ে দিয়েছে দিল্লি। গত আসরে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন ডু প্লেসি। তবে তার নেতৃত্বে শেষ চারে উঠতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। পাঁচে থেকে আসর শেষ করেছিল দিল্লি। এছাড়া ব্যাট হাতে ৯ ইনিংসে ২০২ রান করেছিলেন এই প্রোটিয়া তারকা।
এদিকে ম্যাকগার্ক ২০২৩ আসরে দিল্লির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তবে ২০২৪ আসরে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। তাছাড়া ভারত–পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল কয়েকদিন বন্ধ থাকার পর দেশে ফিরে যান তিনি। আইপিএল ছাড়ার আগে ৬ ইনিংসে ৫৫ রান করেছিলেন এই ব্যাটার। তাই এবারের আসরে তার ওপর আস্থা রাখেনি ফ্রাঞ্চাইজিটি।
ম্যাকগার্ক ফিরে যাওয়ার পর তার বদলি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছিল দিল্লি। তবে এবারের আসরের জন্য মুস্তাফিজকে চাইলেও ধরে রাখার সুযোগ নেই ফ্রাঞ্চাইজিটির। ওই সময় আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, সাময়িকভাবে নেওয়া বদলি ক্রিকেটারকে আগামী আসরের জন্য ধরে রাখা যাবে না। তাই নিলামের মধ্য দিয়েই এবার আইপিএলে দল পেতে হবে কাটার মাস্টারকে।
এছাড়া আরও কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এই তালিকায় আছেন ভারতীয় পেসার মোহিত শর্মা। এছাড়া আফগান তরুণ সেদিকুল্লাহ আতলকেও ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। গত আসরে দিল্লির হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই তরুণ।
আইপিএলের গত আসরে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এবার অনুষ্ঠিত হবে মিনি নিলাম। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিনি নিলাম অনুষ্ঠিত হবে।
দিল্লি ক্যাপিটালসের রিটেইন তালিকা—
অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, কারুন নায়ার, নীতিশ রানা। মিচেল স্টার্ক, অভিষেক পোরেল, ট্রিস্টিয়ান স্টাবস, সামির রিজভী, আশুতোষ শর্মা, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, থাঙ্গারাসু নাটারাজন, মানভান্থ কুমার, দুশমন্থ চামিরা, কুলদীপ যাদব।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/বিটি