
পাক-ভারত সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল আইপিএল। অবশেষে আগামীকাল (১৭ মে) থেকে মাঠে গড়াবে আইপিএলের বাকি অংশ। আগামী ৩ জুন ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
আইপিএল পুনরায় মাঠে গড়ালেও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাবে না ফ্রাঞ্চাইজিগুলো। নিরাপত্তা ইস্যুতে আইপিএলের বাকি অংশ থেকে নাম সরিয়ে নিয়েছেন অনেকেই। তবে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্রাঞ্চাইজিটির বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আসরের বাকি ম্যাচগুলোতে খেলবেন না।
আইপিএলের বাকি অংশ থেকে ইতোমধ্যেই নাম সরিয়ে নিয়েছেন দিল্লির দুই অজি তারকা মিচেল স্টার্ক ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এবার সেই তালিকায় যুক্ত হলেন দুই প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি ও ডোনোভান ফেরেইরা। বিদেশি তারকাদের হারিয়ে বড় বিপদে পড়েছে ফ্রাঞ্চাইজিটি।
আরও পড়ুন:
» আলোচিত সেই ফাহমিদুল আবারো বাংলাদেশ দলে ডাক পেলেন
» আইপিএল খেলা নিয়ে মুস্তাফিজকে বড় সুখবর দিল বিসিবি
ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে বলেছে, দিল্লিতে এখন মাত্র ৪ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। যার মধ্যে ট্রিস্টান স্টাবস আগে থেকেই দলে ছিলেন। আর নতুন করে যোগ দিয়েছেন সেদিকুল্লাহ আতাল, দুশমন্ত চামিরা ও মুস্তাফিজুর রহমান।
তবে এদের মধ্যে ট্রিস্টান স্টাবস ও মুস্তাফিজুর রহমান লিগ পর্ব খেলেই বিদায় নেবেন। ট্রিস্টান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য জাতীয় দলে যোগ দেবেন। অন্যদিকে মুস্তাফিজ এনওসি পেয়েছেন ২৪ মে পর্যন্ত। তিনি লিগ পর্বের শেষ ম্যাচ খেলে জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে যোগ দেবেন।
১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে দিল্লি। প্লে-অফের দৌড়ে এখনও বেশ ভালোভাবেই টিকে রয়েছে দলটি। শেষ ম্যাচগুলো ভালো করতে হলে এই তারকাদের বদলি হিসেবে আরও কয়েকজন বিদেশি খেলোয়াড় দলে ভেড়াতে হবে। এখন হয়ত সে পথেই হাঁটবে লোকেশ রাহুলের দল।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/বিটি
