Connect with us
ক্রিকেট

জয়ের ছন্দে ফিরেই নতুন বিতর্কে দিল্লি শিবির

জয়ের ছন্দে ফিরেই নতুন বিতর্কে দিল্লি শিবির
দিল্লি ক্যাপিট্যালসের ম্যাচের একটি দৃশ্য। (ছবি- বিসিসিআই)

আইপিএলে এবারের আসরের শুরুতে হারতে থাকা দিল্লির পালে হাওয়া লেগেছে। জয়ের দেখা পেয়ে উচ্ছ্বসিত দিল্লি শিবির এবার জড়িয়েছে নতুন বিতর্কে।

জানা গেছে, দিল্লি ক্যাপিটালসের একটি পার্টির আয়োজনে এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছেন দলের এক ক্রিকেটার। এরপরই দিল্লি শিবিরে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। খবর- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এতে বলা হয়, এ ঘটনার পর ওই নারী বা অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। তবে শৃঙ্খলার বিষয়ে বেশ কঠোর হয়েছে ফ্রাঞ্চাইজিটি।

এদিকে এ ঘটনার পর মুখে কুলুপ এঁটেছেন দলের কর্তারা। কবে বা কোনে সময় ওই ঘটনা ঘটেছে তা নিয়েও কেউ মুখ খুলছেন না। এ বিষয়টিকে অত্যন্ত গোপনীয়তায় রাখা হলেও শৃঙ্খলাবিধি জারি করার বিষয়টি আর গোপন রাখা যায়নি।

অপরদিকে দলের যে ক্রিকেটার এমন কাণ্ড ঘটিয়েছেন, তাকে নিয়েও দলের অন্যরা বিরক্ত।

উল্লেখ্য, টানা ৫ ম্যাচ হারার পর কলকাতাকে ঘরের মাঠে হারানোর পর হায়দরাবাদকেও হারিয়েছে দিল্লি। টানা জয়ে উজ্জীবিত দিল্লি শিবিরে এই ঘটনা নতুন সমস্যা তৈরি করল।

আরও পড়ুন: রিয়ালের পর এবার হোঁচট খেলো বার্সেলোনা

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
1 Comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট