Connect with us
ক্রিকেট

২ হাজার রান ও ১৫০ উইকেটের রেকর্ড দীপ্তি শর্মার

দীপ্তি শর্মা
দীপ্তি শর্মা। ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে তে ৪র্থ ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১৫০ উইকেটের মালিক হলেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা।

নারী বিশ্বকাপে আজ (রোববার) ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে ৪ উইকেট সংগ্রহের মাধ্যমে ১ম ভারতীয় এবং ৪র্থ নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে তে ২ হাজার রান ও ১৫০ উইকেটের মালিক বনে গেলেন দীপ্তি।

বল হাতে ১১৭ ম্যাচের ১১৬ ইনিংসে বল করে ১৫৩ উইকেট শিকার করছেন দীপ্তি। ব্যাট হাতে এখন পর্যন্ত ১০০ ইনিংসে ১ শতক আর ১৬  অর্ধ শতকের বিনিময়ে ২৬০৩ রান সংগ্রহ করেছেন এই ভারতীয় নারী অলরাউন্ডার।



দীপ্তির আগে এই রেকর্ড গড়েছেন আরো তিনজন। সবার আগে এই রেকর্ড গড়েন ক্যারিবিয়ান অলরাউন্ডার স্টাফানি টেইলর। দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন অজি অলরাউন্ডার ইলিস পেরি এবং তৃতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন প্রোটিয়া অলরাউন্ডার মারিজানে কাপ।

নারী বিশ্বকাপে আজ ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নাইটের সেঞ্চুরি ও জোনসের ফিফটিতে ২৮৮ রান করেছে ইংল্যান্ড দল। ইনিংসে ১৫ চার ও ১ ছক্কায় ৯১ বলে ১০৯ রান করেছেন নাইট।

ভারতের হয়ে ৪ উইকেট সংগ্রহ করেছেন দীপ্তি শর্মা।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট