Connect with us
ক্রিকেট

পিচ কিউরেটর ও বিপিএল-এনসিএল নিয়ে বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত এল

BCB's board meeting
অস্ট্রেলিয়া থেকে অনলাইনে সভায় যোগ দেন আমিনুল ইসলাম বুলবুল।ছবি- বিসিবি

দেশের ক্রিকেটাঙ্গনে বড় পরিবর্তনের আভাস দিয়ে আজ (৯ আগস্ট) দুপুরের পর বিসিবিতে বেশ কয়েকটি অ্যাজেন্ডা নিয়ে বসছে বোর্ড সভা। যেখানে বিপিএল, আম্পায়ার্স ইস্যু, ক্রিকেট অপারেশনস, পিচ সুবিধাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। দেশের বাইরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনলাইনে এই সভায় যোগ দেন।

দীর্ঘ ৬ ঘণ্টার আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের সভা। সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিসিবির পরিচালকেরা। এ সময় আজকের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জানান তারা।

বোর্ড সভায় পিচ কিউরেটর নিয়ে বড় সিদ্ধান্ত এসেছে। বিসিবির প্রধান কিউরেটর হিসেবে আর থাকছেন না গামিনি ডি সিলভা। তার জায়গায় প্রধান কিউরেটর হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন টনি হেমিং। সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।



আগামী দুই বছর বিসিবির পিচ দেখা-শোনার পাশাপাশি অন্যান্য কিউরেটরদের শেখাবেন তিনি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই কিউরেটর এর আগেও বাংলাদেশের হয়ে কাজ করেছেন। তবে বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছর হুট করেই চাকরি ছেড়ে চলে যান।

এদিকে বোর্ড সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত আসর নিয়ে তীব্র সমালোচনার পর এবার আগে থেকেই সবকিছু ঠিক রাখার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। গত আসরে ক্রিকেটার ও হোটেল ভাড়ার বকেয়া অর্থ এখনো পরিশোধ করেনি রাজশাহী ফ্রাঞ্চাইজি। তাছাড়া চিটাগং কিংসে কোচ শন টেইটের পুরো অর্থ পরিশোধ করেনি তারা। এখন সেগুলো পরিশোধ করবে ক্রিকেট বোর্ড।

এ প্রসঙ্গে মিঠি বলেন, ‘রাজশাহীর হোটেল ভাড়ার বকেয়া টাকা আমরা দিয়ে দেব। তাদের ডিরেক্ট সাইনিং করা যে ক্রিকেটারদের টাকা বাকি, সেটাও দিয়ে দিব। এছাড়া চিটাগং কিংসের প্রধান কোচ শন টেইটের (বর্তমানে জাতীয় দলের পেস বোলিং কোচ) টাকাও আমরা এর সঙ্গে যুক্ত করে দেব।’

এবারের বিপিএল আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহী এমন প্রতিষ্ঠান খুঁজতে বিজ্ঞাপন দিয়েছিল বোর্ড। বিসিবির ডাকে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, ইংল্যান্ডের আইএমজিসহ ৭টি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বিপিএল আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। তবে এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে বিসিবি। তবে এখনো কোনো কোম্পানি চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন মিঠু।

আরেক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) নিয়েও আলোচনা হয়েছে। গেল বছর বিপিএলের আগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে এর দ্বিতীয় আসর। এছাড়া এনসিএলের চারদিনের ম্যাচেও একটি পরিবর্তন এসেছে। পরের আসর থেকে থাকছে না ঢাকা মেট্রো দল। তাদের জায়গায় যুক্ত হচ্ছে ময়মনসিংহ বিভাগ। যদিও টি-টোয়েন্টি আসরে থাকছে না ময়মনসিংহ দল।

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট