পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শেষ মুহুর্তের নাটকীয়তার পর ২ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচে চ্যালেঞ্জিং পুঁজি গড়েও প্রোটিয়া ব্যাটারদের কোনো ছুড়তে পারেননি স্বাগতিক বোলারা। কুইন্টন ডি ককের সেঞ্চুরি ও টনি ডি জর্জির পঞ্চাশোর্ধ্ব রানের ঝোড়ো ইনিংসে হেসেখেলে জিতেছে সফরকারীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।
ফায়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
এদিন রানতাড়ায় নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও লুয়ান-ড্রে প্রেটোরিয়াস। উদ্বোধনী জুটিতে ৭১ বলে ৮১ রান যোগ করেন তারা। আগের ম্যাচের ফিফটি হাকানো প্রেটোরিয়াস অপ্লের জন্য ফিফটি মিস করেন। ৪০ বলে ৭ চার ও ১ ছক্কার মারে ৪৬ রান করে ফেরেন এই তরুণ ওপেনার।
এরপর দ্বিতীয় উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন ডি কক ও টনি ডি জর্জি। এই জুটির মাঝেই ক্যারিয়ারের ২২তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ডি কক। অবসর ভেঙে ফেরার পর প্রথম ওয়ানডেতে ফিফটির পর দ্বিতীয় ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান এই তারকা ওপেনার।
সেঞ্চুরির পথে ছিলেন জর্জিও। তবে সত্তরের ঘরে গিয়ে আউট হয়ে যান তিনি। ৬৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের দ্রুতগতির ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। তাতে ১৫৩ রানের জুটিতে সমাপ্তি ঘটে। এরপর ম্যাথিউ ব্রিটজিকে নিয়ে ৩৫ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডি কক। ১১৯ বলে ৮ চার ও ৭ ছক্কার মারে ১২৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। অপরপ্রান্তে ১৭ রান করে অপরাজিত ছিলেন ব্রিটজিকে। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও ওয়াসিম জুনিয়র।
এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১০৬ বলে ৬৯ রান করেন সালমান আলী আগা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ বলে ৫৯ রান করেন মোহাম্মদ নাওয়াজ। সাইম আইয়ুবের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৩ রান। এছাড়া ফাহিম আশরাফ ১৮ বলে ২৮ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪টি উইকেট নেন নান্দ্রে বার্গার। ৮ ওভারে ৫৫ রান দিয়ে ৩ উইকেট নেনে এনকাবা পিটার। এছাড়া করবিন বোস ১০ ওভারে ৫৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২৬৯/৯ (৫০ ওভার)
দক্ষিণ আফ্রিকা : ২৭০/২ (৪০.১ ওভার)
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/বিটি