লিওনেল মেসির অবসর-পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন ডেভিড বেকহ্যাম। গত রোববার ইন্টার মায়ামির এমএলএস কাপ জয়ের পর আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে কথা বলতে গিয়ে মেসির ভবিষ্যৎ জীবন নিয়ে ইঙ্গিত দেন ক্লাবের সহ-মালিক বেকহ্যাম।
তিনি বলেছেন, ইন্টার মায়ামির সবচেয়ে মূল্যবান ফুটবলারের হৃদয়ে এখনও গভীরভাবে জায়গা করে আছে বার্সেলোনা।
এক সাক্ষাৎকারে বেকহ্যাম বলেন, আমি চাই ফুটবল থেকে অবসরের পরও মেসি মায়ামিতে থাকুক। কিন্তু ও আমাকে জানিয়েছে, নু ক্যাম্পের কাছাকাছি কোথাও স্থায়ীভাবে থাকতে চায়। বার্সেলোনাকে এতো ভালোবাসতে মেসির মতো ফুটবলার আমি আর দেখিনি। ওর পায়ে বার্সার লোগো, এমনকি জলের বোতলেও বার্সার লোগো থাকে।
এদিকে বেকহ্যামের কথায় স্পষ্ট; ফুটবল জীবন শেষে পরিবারকে নিয়ে স্পেনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত মেসির।
ইন্টার মায়ামির এমএলএস সাফল্য নিয়ে বেকহ্যাম বলেন, আমাদের অনেক নিদ্রাহীন রাত কাটাতে হয়েছে। তবুও মায়ামির ওপর বিশ্বাস ছিলো। জানতাম, একদিন দলটা এখানেই এসে দাঁড়াবে। আমার সহযোগীরা দারুণ কাজ করেছে। আমাদের জার্সির পেছনে লেখা আছে- ‘স্বপ্ন দেখার স্বাধীনতা’। আমরা সেই বিশ্বাসটা নিয়েই এগিয়ে গেছি।
প্রথমবার এমএলএস কাপ জিতে উচ্ছ্বসিত মেসিও দলীয় সাফল্য নিয়ে মন্তব্য করেছেন। মেসি বলেছেন, মৌসুমটা দারুণ কেটেছে। শেষ চারটি ম্যাচ অবিশ্বাস্য। এই মুহূর্তের জন্যই অপেক্ষায় ছিলাম।
সূত্র- স্প্যানিশ দৈনিক- মার্কা
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/এসএ